Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: তীব্র গরমে পুড়বে বাংলা, জারি থাকবে হিটওয়েভ...

Heatwave Alert​ Weather Update: বৃহস্পতিবার পর্যন্ত গরম ও চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে আট জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা...

Bengal Weather Update: তীব্র গরমে পুড়বে বাংলা, জারি থাকবে হিটওয়েভ...

অয়ন ঘোষাল: আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে।  মৌসম ভবন আগেই জানিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে কাল ১৩ই মে। ভারতের মৌসম ভবনের অনুমান স্বাভাবিকের থেকে ৯ দিন আগে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডেও পাঁচ দিন আগে ঢুকতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 

দক্ষিণবঙ্গ

বৃহস্পতিবার পর্যন্ত গরম ও চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি।  আগামী ৫ দিনের তাপমাত্রা বড় সর্ব পরিবর্তন নেই। তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে কোনো কোনো জেলায়। 
গতকাল রবিবার তাপপ্রবাহের কবলে পড়েছিল কলাইকুন্ডা, দমদম এবং ডায়মন্ড হারবার। আজ সোমবার তাপ প্রবাহ থাকবে চার জেলায়। বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কাল মঙ্গলবার তাপ প্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। পরশু বুধবার তাপ প্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার তাপ প্রবাহ থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।  

আরও পড়ুন: Cooperative Bank Election: শুভেন্দু গড়ে ফের ধরাশায়ী বিজেপি, কাঁথিতে সমবায় নির্বাচনে এবার...

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের ৫-৬ জেলাতে লু এর মত পরিস্থিতি থাকবে দুপুর বেলায়।

বৃষ্টি

তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়।  বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে আট জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব  মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। কাল মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব  ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। পরশু বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। 

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া।  গতকাল রবিবার তাপপ্রবাহের কবলে পড়েছিল মালদা। আজও দুই দিনাজপুর এবং মালদা জেলা তাপপ্রবাহের কবলে পড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়। আগামী ছয় দিনে বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। উত্তরবঙ্গে ওপরের দিকের জেলায় আজ সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ওপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। আজ সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে ও ঝড়বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার ঝড়ের দাপট কিছুটা কমবে। তবে দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন: Cooperative Bank Election: বিরোধীদের প্রার্থীই নেই! সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল!

কলকাতা

অসহ্য ঘর্মাক্ত পরিস্থিতি। ঘরে বাইরে সমান অস্বস্তি। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা নেই কলকাতায়। 

পরিসংখ্যান

কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেড়ে ২৯.২ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৩ থেকে ৮২ শতাংশ। বেলা বাড়লে সেটা বেড়ে ৯৭ থেকে ১০০ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More