Home> রাজ্য
Advertisement

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই রাজ্যের ৩ IPS-কে তলব, সাফ জানালেন Amit Shah

গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে ডে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই ঘটনার পরই রাজ্যে জে পি নাড্ডার কর্মসূচির দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে তলব করা হয়

যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই রাজ্যের ৩ IPS-কে তলব, সাফ জানালেন Amit Shah

নিজস্ব প্রতিবেদন: গত ১০ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। তারপরই রাজ্যের ৩ পুলিস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এভাবে পুলিস অফিসারদের ডেকে নিয়ে রাজ্যের ওপরে চাপ সৃষ্টি করতে চাইছে কেন্দ্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এনিয়ে চাঁচাছোলা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

আরও পড়ুন-রাজ্যে এসে ৭ মিথ্যে বলেছেন Amit Shah! ব্যাখ্যা দিলেন Derek O'Brien

শনিবার বোলপুরে(Bolpur) রোড শো ও সভা করার পর সাংবাদিকদের সঙ্গে মিলিত হন অমিত শাহ। সেখানে তিনি ওই ৩ পুলিস অফিসারের বদলি নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে এমন কিছু করা হয়নি। যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই। কারও যদি তেমন মনে হয় তাহলে তা নিয়ম উল্লেখ করেই বলা উচিত। এনিয়ে রাজ্য সরাকের তরফে কোনও সদর্থক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে ডে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই হামলায় নাড্ডার কোনও ক্ষতি না হলেও বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় আহত হন। ওই ঘটনার পরই রাজ্যে জে পি নাড্ডার কর্মসূচির দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে তলব করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের ওই চিঠির পরিপ্রেক্ষিত রাজ্য সরকার জানিয়ে দেয়, রাজ্যে আইপিএস, আইএএস অফিসারের সংখ্যা কম তাই ওই ৩ পুলিস অফিসারকে পাঠানো যাবে না। রাজ্যের চিঠির পরই পাল্টা চিঠি দিয়ে ফের ওইসব অফিসারকে ডেকেছে কেন্দ্র।

আরও পড়ুন-'৫ বছরে সোনার বাংলা গড়ে দেব', Bolpur-এ 'শাহি শো' থেকে অমিত বার্তা

এদিকে, নিয়ম অনুযায়ী কেন্দ্র চাইলে রাজ্যের কোনও আইপিএসকে ডেকে নিয়ে পারে কেন্দ্র। তবে তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার এক্ষেত্রে আপত্তি জানাতে পারে। তবে রাজ্যের আপত্তি থাকলেও কেন্দ্র চাইলে কোনও পুলিস অফিসারকে তুলে নিতে পারে।

Read More