বাসুদেব চট্টোপাধ্যায়: শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ বন্ধ-সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটে তুলকালাম রানিগঞ্জ ও বার্ণপুর। বনধ সমর্থক ও বিরোধীরা মুখোমুখি মিছিল, সংঘর্ষের পরিস্থিতি। মিশ্র প্রভাব রানিগঞ্জ ও বার্ণপুর ইস্পাত নগরীতে। তবে কয়লা খনি শিল্পাঞ্চল স্বাভাবিক।
আসানসোলে বনধ ঘিরে উত্তেজনা। রাস্তায় বনধ সমর্থনে বাম ও বিরোধিতায় তৃণমূল কংগ্রেস। দফায় দফায় সঘংর্ষের পরিস্থিতি, চাকার নিচে শুয়ে আহত এক বাম সমর্থক। আহত সিপিএমের রাজ্য কমিটির নেতা পার্থ মুখোপাধ্যায়ও।
আসানসোল ও রানিগঞ্জে বনধ ঘিরে উত্তেজনা। বনধের সমর্থনে বাম সংগঠনের মিছিল অন্যদিকে বনধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। এদিন বাম সংগঠনের নেতৃত্বরা গাড়ি আটকানোর চেষ্টা করলে পাল্টা প্রতিবাদ জানায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা। দুই পক্ষের তীব্র বচসার ঘটনায় উত্তেজনা হয় দফায় দফায়। আসানসোল সিটি বাসস্টান্ডের সামনে ধর্মঘটিরা গাড়ি আটকাতে চেষ্টা করেন। সেইসময় রাস্তায় ছুটে আসা ট্রাক্টর ব্রেক কষতে পারেনি। ধাক্কা লেগে পড়ে যান এক ধর্মঘটী। তার পায়ের পাতার চোট লাগে। আহতকে জেলা হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন-এলাকার একশো মহিলার সঙ্গে.... কার্তিককে খুঁজছিল পুলিস, অবশেষে...
আরও পড়ুন-ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা, দুর্যোগ কমবে কবে?
আসানসোলে ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা। সরকারি বাসকে আটকানোর চেষ্টা ধর্মঘটীদের। অন্যদিকে সরকারি বাস চলাচল স্বাভাবিক রাখতে পাল্টা প্রতিবাদ জানায় তৃণমূলের শ্রমিক সংগঠন। এই নিয়ে ধর্মঘটী ও তৃণমূলের শ্রমিক সংগঠন কর্মী ও সমর্থকদের মধ্যে তুমুল বচসা। পরে পুলিস দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল ৮ টার পর বাস চলাচল স্বাভাবিক হয়। ধর্মঘটিদের আর দেখা পাওয়া যায়নি। ট্রেন নির্ধারিত সময়ে চলছে বলে পিআরও বিপ্লব বাউরি জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)