Home> রাজ্য
Advertisement

Debasish Dhar: এক বছরেই ৩ গুণ আয় বৃদ্ধি! বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া...

কৌতূহলের অন্যতম আকর্ষণ দেবাশিষ ধরের শিক্ষাগত যোগ্যতা। হলফনামায় উল্লেখ, ১৯৯৭ সালে তিনি সুরেন্দ্রনাথ কলেজ থেকে ফিজিক্সে স্নাতক হন।

Debasish Dhar: এক বছরেই ৩ গুণ আয় বৃদ্ধি! বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া...

প্রসেনজিৎ মালাকার: শেষ অর্থবর্ষে দেবাশিষ ধরের সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় তিন গুণ। ৮ লক্ষ টাকা থেকে ইনকাম বেড়ে হয়েছে ২৫ লক্ষ টাকা। প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী দেবাশিস ধর ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১০ লক্ষ ৩৮ হাজার ১১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৯ হাজার ৩২৮ টাকা। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তিনি রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৮ হাজার ৩৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তার রোজগারের পরিমাণ ৮ লক্ষ ৮৯ হাজার ৫৩১ টাকা এবং ২০২৩-২৪ অর্থবর্ষে তার রোজগার হয়েছে ২৫ লক্ষ ৬৮ হাজার ৪১১ টাকা।

দেবাশিস ধরের ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। পাশাপাশি এনএসসি সহ বিভিন্ন বিমা প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। তার নামে ৭০ গ্রাম ২২ ক্যারেট সোনার অলংকার রয়েছে। নগদ, সেভিংস, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, আর এই সমস্ত কিছু মিলিয়ে তার কাছে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৮৫ লক্ষ ২৪ হাজার ৩৩৮.৩৩ টাকা।

এখন যদি স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নিজের নামে কোথাও কোনো রকম চাষযোগ্য অথবা অচাষযোগ্য জমি নেই। তবে তার নামে রয়েছে দুটি বাড়ি। ওই দুটি বাড়ির দাম হিসাবে দেবাশিস ধরের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৫ লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর নামে কোনও লোন নেই বলেই হলফনামায় দাবি করা হয়েছে। এছাড়াও তার নামে কোনও যানবাহন নেই, এমনটাই জানা যাচ্ছে হলফনামা থেকে।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর একজন প্রাক্তন আইপিএস অফিসার। এক্ষেত্রে অনেকের মধ্যেই তাকে নিয়ে যে সকল কৌতূহল রয়েছে তার মধ্যে অন্যতম হল তাঁর শিক্ষাগত যোগ্যতা। হলফনামায় তিনি জানিয়েছেন, ১৯৯৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ফিজিক্সে স্নাতক হন।

আরও পড়ুন, Satabdi Roy: ১৫ বছরের সাংসদ, চতুর্থ বারের প্রার্থী! শতাব্দীর সম্পত্তির তালিকা দেখলেও চোখ কপালে উঠবে....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More