Home> রাজ্য
Advertisement

Birbhum Shocker: মিলেছে ওড়না! উদ্ধার পচাগলা দে*হ কি নিখোঁজ নাবালিকার? DNA পরীক্ষায়...

Birbhum shocking news: উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য অব্যাহত। দেহটি গত ১৯ জুলাই খালা গ্রাম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকার হতে পারে! 

Birbhum Shocker: মিলেছে ওড়না! উদ্ধার পচাগলা দে*হ কি নিখোঁজ নাবালিকার? DNA পরীক্ষায়...

প্রসেনজিৎ মালাকার: নানুরের পাপুড়ি গ্রাম থেকে উদ্ধার একটি পচাগলা দেহ। সেই দেহ এবার খালা গ্রাম থেকে নিখোঁজ নাবালিকার বলেই আশঙ্কা। মৃতদেহে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নানুর থানার পাপুড়ি গ্রামের আল আমিন স্কুলের পাশের খাল থেকে উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য অব্যাহত। মৃতদেহের পাশ থেকে একটি ওড়নাও উদ্ধার হয়েছে। যা দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, দেহটি গত ১৯ জুলাই খালা গ্রাম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকার হতে পারে! ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিস।

ওদিকে আজ নিখোঁজ নাবালিকার বাড়িতে যান সভাধিপতি কাজল শেখ। নিখোঁজ নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেন যে, দ্রুত ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। কাজল শেখ জানিয়েছেন, “এই ঘটনার পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। পুলিসকে দ্রুত তদন্ত এগিয়ে নিতে হবে। আমরা পরিবারের পাশে আছি।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট ছাড়া মৃতদেহের পরিচয় নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

আরও পড়ুন, Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভো*গদখলের পালা... অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধ*র্ষ*ণ! ভয়ংকর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More