প্রসেনজিত্ মালাকার : অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার জন্যই কোর কমিটির বৈঠক সিউড়ির বদলে বোলপুরে হল, জানালেন কাজল শেখ৷ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষে আশিষ বন্দ্যোপাধ্যায় জানান, মূলত বন্যা পরিস্থিতি, একুশে জুলাইয়ের প্রস্তুতি ও ২৭ জুলাই নানুরে শহীদ স্মরণসভা নিয়েই আলোচনা হয়েছে৷ নানুরে কাজল শেখের তত্ত্বাবধানে শহিদ স্মরণসভায় কি উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল, সেটাই দেখার৷
বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলাজুড়ে অতিবৃষ্টির ফলে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো নিয়েই মূলত আলোচনা হল৷ এছাড়া, একুশে জুলাই মানুষজনকে কলকাতা নিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে৷ ২৭ জুলাই নানুরে শহিদ স্মরণসভা আছে, তার প্রস্তুতি নিয়েও কথা হয়েছে। কেন কোর কমিটির বৈঠকে স্থান পরিবর্তন হয়েছে তা সংবাদমাধ্যমকে বলবো না৷ তবে সবার সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে। এখানে কোন বিতর্ক নেই৷ দল বিরোধী কোন কাজের অভিযোগও আমাদের কাছে আসেনি, তাই কিছু বলার প্রশ্নও আসে না ৷"
ঘোষণা অনুযায়ী বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক হল ৷ ছিলেন অনুব্রত মণ্ডল, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ বীরভূম ও বোলপুর সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল ৷ গরহাজির ছিলেন কোর কমিটির একজন সদস্য সুদীপ্ত ঘোষ।
তবে এই বৈঠক সিউড়িতে দলীয় কার্যালয়ে হওয়ার কথা ছিল৷ বৈঠকের ২৪ ঘন্টা আগে স্থান বদল হয়৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আশিষ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পরবর্তী কোর কমিটির বৈঠক হবে ২৬ জুলাই। ওই দিনই জেলা কমিটিরও বৈঠক হবে ৷ তবে এই দুটি বৈঠক জেলার ৩ মহকুমার মধ্যে কোথায় হবে বলতে চাননি আশিষ বন্দ্যোপাধ্যায়।
যদিও, বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়ে দেন, সিউড়ি ও রামপুরহাটে দলীয় কার্যালয়ে বেশি সংখ্যক মানুষকে নিয়ে বৈঠক করার পরিকাঠামো নেই৷ তাই এই ২৬ জুলাই কোর কমিটি ও জেলা কমিটির বৈঠক বোলপুরে দলীয় কার্যালয়েই হবে ৷
আরও পড়ুন-প্লেনে বোমা রাখা আছে! ছেলের পরকীয়ায় জল ঢালতে কাঠমান্ডুগামী উড়ান নামালেন মা...
আরও পড়ুন-নির্জন গুহা ঘিরে ধরল কর্ণাটক পুলিস, তল্লাশি চালাতেই ২ সন্তানকে নিয়ে বেরিয়ে এলেন বিদেশি মহিলা...
তিনি বলেন, "অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা রয়েছে। তাই মিটিং গুলো বোলপুরে হচ্ছে৷ তিনি একটু সুস্থ হয়ে নিন, তারপর দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই মিটিং হবে।"
বৈঠক শেষে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, "মূলত একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ পাশাপাশি কর্মীদের বক্তব্য, অভিযোগ, ব্লকে ব্লকে যা যা সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা হল। সিউড়িতে পুরসভার চেয়ারম্যান বিরুদ্ধে ওঠা দূর্নীতি নিয়ে কোন আলোচনা হয়নি এদিন৷ এই বিষয়টি সিউড়ির বিধায়ক বিকাশ দা আছেন৷ দেখবে।"
প্রসঙ্গত, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে সরব হয়েছেন দলেরই ৬ জন কাউন্সিল৷ এই মর্মে রাজ্যের নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিমকেও চিঠি দেওয়া হয়েছে৷ পালটা, পৌরসভার চেয়ারম্যান এই ঘটনার দায় চাপিয়েছেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরীর উপর৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)