Home> রাজ্য
Advertisement

Bison Killed Woman: ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিচ্ছিলেন বৃদ্ধা! হঠাৎই বন থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়াল দুই ভয়ংকর বাইসন...

Bison Killed Woman: বাইসনের হামলা অব্যাহত। চা-বাগান থেকে বেরিয়ে রংধামালি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। বাইসনের হামলায় আহতের সংখ্যা বেড়ে ৩। আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।

Bison Killed Woman: ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিচ্ছিলেন বৃদ্ধা! হঠাৎই বন থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়াল দুই ভয়ংকর বাইসন...

প্রদ্যুত দাস: লোকালয় বাইসনের হামলা অব্যাহতই। এবার জলপাইগুড়ি রায়পুর চা-বাগান। চা-বাগান থেকে দুটি বাইসন বেরিয়ে এসে ঢুকে পড়ে রংধামালি এলাকায়। দুজনকে আহত করে। বাইসনের হামলায় এই নিয়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট তিন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। রংধামালি এলাকার বাসিন্দা গোবিন্দ বিশ্বাস এবং গোলক মণ্ডল আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। বাইসন দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা। খবর পেয়ে বহু মানুষ ভিড় জমিয়েছেন এলাকায়।

সাতসকালে বাইসনের হামলা জলপাইগুড়ি শহর-সংলগ্ন রায়পুর চা-বাগান এলাকায়। দুটো বাইসন চা-বাগানে দাপিয়ে বেড়াচ্ছে। আহত এক মহিলা এবং দুই পুরুষ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বনদফতর। গুরুতর আহত মহিলার নাম দেমনি চিক বারাইক (আনুমানিক ৬০) বাড়ি ভগদ লাইন, রায়পুর চা বাগান এলাকা। হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: 8th Pay Commission: অবিশ্বাস্য বেতনবৃদ্ধি সরকারি কর্মচারীদের! অষ্টম পে কমিশন যেন সাতরাজার ধন মানিক...

আরও পড়ুন: Shani Vakri 2025: মীন থেকে কুম্ভে বক্রী হবেন শনি! এর জেরে সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন এই কয়েকটি রাশি! অর্থ-মান-যশে...

তাঁর নাতি বিশু তরি আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে রবিবার সকালে বলেন, 'দেমনিদেবী সম্পর্কে আমার দিদা। সাতসকালে বাড়িতে উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। সেই সময়ে হঠাৎ বাইসন হামলা করে তাঁর উপর। কাঁধে মেশিন নিয়ে স্প্রে করার কাজ করছিলাম তখন আমি। চিৎকার শুনে সামনে গিয়ে দেখি, দুটো বাইসনের একটি পালিয়ে গেলেও অন্যটি দিদাকে আঘাত করে। আমি বাইসনের সঙ্গে লড়াই করতে শুরু করি। ওই স্প্রে মেশিন দিয়ে বাইসনের হামলা থেকে দিদাকে বাঁচানোর চেষ্টা করি।' 

সঙ্গে সঙ্গে এলাকার অন্যান্য বাসিন্দারাও ছুটে আসেন। চিৎকার চেঁচামেচিতে বাইসন দুটো চা-বাগানের দিকে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোদাগঞ্জ ফরেস্টের কর্মীরা। তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More