Home> রাজ্য
Advertisement

Bison on Road: দুরন্ত গতিতে ছুটছিল বাইক! হঠাৎই সামনে চলে এল বাইসন...উল্টে গেল গাড়িটি...ভয়ংকর...

Bison on Road: কেন খেপে গেল বাইসন? কেন ধাক্কা মারল? আসলে, হঠাৎই বাইকের সামনে চলে আসে বাইসনটি। তখন আর গাড়িটি পুরোপুরি থামিয়ে ফেলা সম্ভব ছিল না চালকের পক্ষে। ফলে...

Bison on Road: দুরন্ত গতিতে ছুটছিল বাইক! হঠাৎই সামনে চলে এল বাইসন...উল্টে গেল গাড়িটি...ভয়ংকর...

অরূপ বসাক: শুক্রবার রাত ১০টা নাগাদ মালবাজার মহকুমার নাগরাকাটার মূর্তি যাওয়ার রাস্তায় ১৭ নম্বর জাতীয় সড়কে একটি বাইসনের ধাক্কায় গুরুতর জখম হন দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে জলঢাকা সেতুর কাছে, যখন তাঁরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

আহতদের নাম নারায়ণ বর্মন (৩২) ও মনদীপ লামা (৩৩)। দু'জনেরই বাড়ি নাগরাকাটায়। জানা গিয়েছে, তাঁরা চালসার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। দুর্ঘটনার পরে পথচলতি মানুষ তাঁদের উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

fallbacks

কেন খেপে গেল বাইসন? কেন ধাক্কা মারল বন্যপ্রাণীটি?

আরও পড়ুন: Earthquake Jolts: শনিদুপুরে তীব্র ভূমিকম্পে দুলে উঠল মাটি! কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-কাশ্মীর-দিল্লি এবং...

আরও পড়ুন: Rachna Banerjee Greets Dilip Ghosh: দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বললেন রচনা? জেনে নিন, দেবাংশুর বিয়ে নিয়ে কী ইঙ্গিত তাঁর...

দুর্ঘটনার কারণ হিসেবে জানা গিয়েছে, হঠাৎই বাইকের সামনে চলে আসে বাইসনটি। তখন আর গাড়িটি পুরোপুরি থামিয়ে ফেলা সম্ভব ছিল না চালকের পক্ষে। ফলে অবধারিত ভাবে বাইসনের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। ধাক্কার পর বাইসনটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পুলিস ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More