নিজস্ব প্রতিবেদন: তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে ৩নং নারমা অঞ্চলের মনিনাথপুর এলাকায়। তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, বিজেপি কর্মীদের বিজয় মিছিল যাচ্ছিল এইদিন।
আরও পড়ুন: চোর সন্দেহে বেধরক গণপিটুনি, মদ্যপদের হাতে খুন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
মিছিল চলাকালীনই অতর্কিত তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বেধরক মারধর করা হয় তাঁদের। এমনকী তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুড় করা হয় বলেও অভিযোগ। ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে বিজেপি কর্মীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন বিজয় মিছিল সুষ্ঠভাবেই হচ্ছিল।
হঠাৎ করে তৃণমূলের কর্মী সমর্থকেরা পুলিসদের সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।