Home> রাজ্য
Advertisement

Dilip Ghosh Marriage: 'গোধূলি লগ্নেই আমাদের বিয়ে... আমার জীবনের সব গান শুধু ওঁর জন্যই...'

Dilip Ghosh Marriage: ফোনে পাওয়া গিয়েছিল হবু দিলীপ ঘরণী রিঙ্কুকে। কী জানালেন তিনি? জেনে নিন সেই জি ২৪ ঘন্টা এক্সক্লুসিভ ফোন বার্তা-

Dilip Ghosh Marriage:  'গোধূলি লগ্নেই আমাদের বিয়ে... আমার জীবনের সব গান শুধু ওঁর জন্যই...'

মৌমিতা চক্রবর্তী: 'গোধূলি লগ্নেই আমাদের বিয়ে... আমার জীবনের সব গান শুধু ওঁর জন্যই...' বললেন হবু দিলীপ ঘরণী রিঙ্কু...

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। সন্ধে গড়াতেই সামনে এল পাকা খবর। পাত্রী কে? শোনা যাচ্ছে বিজেপি কর্মীরই প্রেমে পড়েছেন নেতা। 

ফোনে পাওয়া গিয়েছিল হবু দিলীপ ঘরণী রিঙ্কুকে। কী জানালেন তিনি? জেনে নিন সেই জি ২৪ ঘন্টা এক্সক্লুসিভ ফোন বার্তা-

'খুবইএক্সসাইটেড আপ্লুত গর্বিত যে উনি আমাদের প্রস্তাব কে গ্রহণ করেছেন। আমি খুবই এক্সসাইটেড। রাজনীতিতে খুবই মেন্টাল প্রেসার হয়ে যায় কখনও কখনও। পরস্পরকে সাপোর্ট করতে পারব। ঘরের লোক কনসোল করার খুবই প্রয়োজন। একজন সোলমেট থাকা জরুরি। ইমোশনাল ভ্যাকুয়াম থাকলে পলিটিকাল স্ট্রেস নেওয়া খুবই টাফ হয়ে যায়। উপহার কি দেব গোপন থাক। সব কি বলা যায়? গোধূলি লগ্নে বিয়ে। রেজিস্ট্রি কাল হবেনা। হিন্দু রীতি মেনেই বিয়ে হবে কাল। ২৬ লড়াই একসঙ্গে। মাঝে মধ্যে মর্নিং ওয়াকে যাব। রবিবার একসঙ্গে থাকব। মা'কেও দেখতে হবে। আমারও মা নেই, আমিও মা পেলাম। আমার ছেলের জন্যও একজন বাবার প্রয়োজন ছিল। আমরও মা প্রয়োজন ছিল।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More