Home> রাজ্য
Advertisement

BJP Leader Arrest: চাকরি দেওয়ার নামে দলের নেত্রীকেই প্রতারণা! ১ লক্ষ টাকা হাতিয়ে নিল বিজেপি নেতা...

BJP Leader Arrest: পুলিস সূত্রে খবর, ধৃতের নাম হরিওম বাল্মিকী। বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি।  হাওড়া থেকে তাঁকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার পুলিস।

BJP Leader Arrest: চাকরি দেওয়ার নামে দলের নেত্রীকেই প্রতারণা! ১ লক্ষ টাকা হাতিয়ে নিল বিজেপি নেতা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি দেওয়ার নামে প্রতারণা, তাও আবার দলেরই এক নেত্রীর সঙ্গে! অভিযোগ পেতেই তত্‍পর পুলিস। হাওড়া থেকে এবার  এক বিজেপি নেতাকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার পুলিস।

আরও পড়ুন:  Kasba Law College Incident: 'রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে....', কসবাকাণ্ড নিয়ে বিস্ফোরক কল্যাণ

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম হরিওম বাল্মিকী। বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকার এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হরিওমের। ক্রমে দু'জনের মধ্য়ে সখ্য়তা বাড়ে। অভিযোগ, ওই বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেন হরিওম। এমনকী, চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ টাকাও নেন। কিন্ত চাকরিও আর জোটেনি।

গত ৬ জুন হরিওমের বিরুদ্ধে আমডাঙায় থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তাঁর দলেরই নেত্রী। গতকাল, শনিবার গভীর রাতে হাওড়া মানিকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। আজ, রবিবার ধৃতকে পেশ করা হয় বারাসত আদালতে। পরিবারের লোকের অবশ্য দাবি, হরিওমকে  যড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তিনি এমন কাজ করতেই পারেন না।

টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার 'প্রতারণা'। এর আগে, খোদ  শুভেন্দুর অধিকারীর জেলাতেই সস্ত্রীক গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক। একসময়ে পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন ধৃত নবারুণ নায়েক। পরে দলের রাজ্য সম্পাদক হন তিনি।  স্ত্রী তনুশ্রীও বিজেপি নেত্রী। দু'জনকেই গ্রেফতার করেছিল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিস। 

পুলিস সূত্রে খবর, অসমে কম্বল সরবরাহের টেন্ডার বেরিয়েছিল। অভিযোগ, সেই টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিশ্বজিত্‍ দত্ত  নামে এক ঠিকাদারের কাছ থেকে ধাপে ধাপে ১ কোটি ৬৯ লক্ষ টাকা কমিশন নিয়েছেন নবারুণ। এরপর ওই ঠিকাদারকে অসমে যান তিনি। তখন সঙ্গে ছিলেন অভিযুক্ত বিজেপির নেতার স্ত্রীও। সেখানে ওই ঠিকাদারের হাতে টেন্ডার সংক্রান্ত নথিও দেওয়া হয়। কিন্তু পরে ওই ঠিকাদার জানতে পারেন যে, টেন্ডার সংক্রান্ত যে নথি তাঁকে দেওয়া হয়েছে, তা জাল। 

আরও পড়ুন:  Bengal Weather: উলটোরথেও দুর্যোগ-যোগ! ফের নিম্নচাপ, প্রবল বর্ষণে ভাসতে চলেছে বাংলা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More