Home> রাজ্য
Advertisement

BJP worker dadagiri in school: স্কুলে ঢুকে 'দাদাগিরি' বিজেপি কর্মীর! শিক্ষকদের মা*রধর, খু*নের হুমকি...ভয়ংকর ঘটনা...

Jhargram School Incident: বিজেপি কর্মী এসে শিক্ষকদের মারধর, হুমকি ও গালিগালাজ করতে শুরু করেন... বিদ্যালয় থেকে বেরলেই প্রাণে মেরে ফেলার হুমকি!

BJP worker dadagiri in school: স্কুলে ঢুকে 'দাদাগিরি' বিজেপি কর্মীর! শিক্ষকদের মা*রধর, খু*নের হুমকি...ভয়ংকর ঘটনা...

সৌরভ চৌধুরী: স্কুল চলাকালীন স্কুলে ঢুকে দাদাগিরি বিজেপি কর্মীর (BJP worker dadagiri)।‌ স্কুল থেকে তাঁকে অন্যত্র সরানোর ব্যবস্থা করলে প্রধান শিক্ষক ও সহশিক্ষককে প্রাণে মারারও চেষ্টা! খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ। বিজেপি কর্মীর এই দাদাগিরির ছবি ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল। নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে এই ঘটনাকে ঘিরে।

ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনী চক্রের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা (Jhargram School Incident)। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই এদিনও স্কুল শুরু হয়। অভিযোগ, সেই সময় জামবনির রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে এক বিজেপি কর্মী এসে শিক্ষকদের মারধর, হুমকি ও গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। এক শিক্ষক বিজেপি কর্মীর এই দাদাগিরি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলে, তাঁকেও মারধোর করার চেষ্টা করা হয়। এই ঘটনার জেরে স্কুলের ছাত্রদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

fallbacks

অভিযুক্ত বিজেপি নেতা সবার সামনেই এই ঘটনা ঘটায়। সোশ্যাল মিডিয়ায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর তাঁকে বাধা দিলে, বিদ্যালয় থেকে বেরলেই প্রাণে মেরে ফেলার হুমকি দেন দুই শিক্ষককে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। ঘটনার পর শিক্ষকরা জামবনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত বিজেপি কর্মী।

আরও পড়ুন, Siliguri NJP girls rescue: হাতে লেখা নাম্বার! পাচারের আগেই শিলিগুড়িতে ট্রেন থেকে উদ্ধার ৫৬ যুবতী, নিয়ে যাওয়া হচ্ছিল...

আরও পড়ুন, Jalpaiguri girl google job: গুগলে বছরে ৫৪ লাখের চাকরি স্টিল ফার্নিচারের দোকানের সামান্য কর্মচারীর মেয়ের! স্বপ্নের উড়ান...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More