নিজস্ব প্রতিবেদন : নৈহাটিতে বিস্ফোরণ। বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণ। নৈহাটির দেবকে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ঘরবাড়ি কেঁপে ওঠে।
বিস্ফোরণের জেরে উড়ে যায় বাড়ির ছাদ। বাড়িটিতে আগুন ধরে যায়। প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিস। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার মালিক নূর হুসেন পলাতক।
আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে খারিজ ভোটাভুটি, ঝুলে রইল ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ
শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর অভিযোগ, এক বছর আগেও এই এলাকায় বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছিল ৫ জনের। তারপরেও চলছিল এই বেআইনি বাজি কারখানা।