Home> রাজ্য
Advertisement

Maheshtala Blast: মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩

বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় এখনও।  এলাকায় তুমুল আতঙ্ক।  

Maheshtala Blast:  মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩

রণয় তেওয়ারি: মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! আগুন পুড়ে মৃত ৩। কীভাবে? বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় এখনও।  এলাকায় তুমুল আতঙ্ক।

পুলিস সূত্রে খবর, মহেশতলার পুরসভার ৩০ নম্বর ওয়ার্ড। ফুটসারি মণ্ডল পাড়ায় দীর্ঘদিন ধরে চলছে ওই বাজি কারখানাটি। তবে ওই কারখানায় বাজি তৈরির অনুমতি ছিল না, তা জানা যায়নি।  ঘড়িতে তখন পৌনে ৬টা। আচমকাই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা দেখেন, বাজি কারখানায় দাউদাউ করে আগুন জ্বলছে!

আরও পড়ুন:  Malbazar: কানে হেডফোন; মগ্ন মোবাইলে, চেনা রোগে মর্মান্তিক পরিণতি যুবকের

খবর দেওয়া হয় বজবজ থানা ও দমকলে। এখনও পর্যন্ত কারখানা থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। মৃতদের তালিকায় বাজি কারখানার মালিক ও ছেলে। সঙ্গে এক কিশোরীও। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। কীভাবে বিস্ফোরণ ঘটল? ওই কারখানায় বাজি তৈরির অনুমতি ছিল কি? খতিয়ে দেখছে পুলিস। আগামীকাল, মঙ্গলবার ঘটনাস্থলে যাবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More