নকিবুদ্দিন গাজি ও পিয়ালি মিত্র: ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল ডায়মন্ড হারবার। ঘটনায় মৃত ১। অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় কর্মকার, বয়স ৬২। তাঁর বাড়ি ডায়মন্ড হারবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারতালুক অফিস পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, দুপুরে ওই ব্যক্তির বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। পরে স্থানীয় মানুষজন বেরিয়ে দেখেন ধনঞ্জয় কর্মকারের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে বাড়ির ভিতর লণ্ডভণ্ড হয়ে যায়। উড়েছে যায় বাড়ির জানালা, দরজা-সহ চিলে কোঠার ছাউনি। রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে ছিলেন ধনঞ্জয় কর্মকার।
পরে স্থানীয়রা পুলিস ও দমকলকে খবর দেয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিস মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা যায়, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ধনঞ্জয় কর্মকার। তাঁর স্ত্রী ও ছেলে কালীপুজো উপলক্ষে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারনে এই বিস্ফোরণ তদন্তে পুলিস। পুলিসের দাবি, যার বাড়িতে ঘটনাটি ঘটেছে তিনি বাজি তৈরি করতেন। বাজি বানানোর সময় কোনও ভাবে আগুন লেগে যায়, সেজন্যই বিস্ফোরণ।