Home> রাজ্য
Advertisement

Siliguri: সদ্যোজাতের দেহাংশ খুবলে খেল কুকুর! তীব্র চাঞ্চল্য ফুলবাড়িতে

 হাত-পা, এমনকী মাথাও নেই!

Siliguri: সদ্যোজাতের দেহাংশ খুবলে খেল কুকুর! তীব্র চাঞ্চল্য ফুলবাড়িতে

নিজস্ব প্রতিবেদন: হাত-পা, এমনকী মাথাও নেই! সেতুর ধারে কোথা থেকে এল সদ্যোজাতের দেহাংশ? দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়াল শিলিগুড়়ি লাগোয়া ফুলবাড়ি এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ফুলবাড়ির পূর্ব ধনতলা নতুন বাজার এলাকায় শরীরচর্চা করতে গিয়েছিলেন রণদীপ মণ্ডল নামে এক ব্যক্তি। সেতুর উপর কী খুবলে খাচ্ছে কুকুর? সন্দেহ হওয়ায় আশেপাশের লোকজনকে খবর দেন তিনি। শেষপর্যন্ত যখন কুকুরটি তাড়ানো হয়, তখন দেখা যায়, সেতুর উপর পড়ে রয়েছে হাত-পা ও মাথাবিহীন সদ্য়োজাতের দেহাংশ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।

আরও পড়ুন:  রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে উদ্ধার সংজ্ঞাহীন মহিলা, দুর্ঘটনা না অন্য কিছু? চাঞ্চল্য মকাইবাড়িতে

খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে আসে পুলিস। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে। ময়নাতদন্তের জন্য দেহাংশটি পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

আরও পড়ুন: Midnapore: সম্পত্তি দখলে ডাইনি 'অপবাদ', মহিলা-সহ গোটা পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More