Home> রাজ্য
Advertisement

আড়াইশ টাকার জন্যই কিশোরকে খুন করল তাঁরই সমবয়সী বন্ধু

আড়াইশ টাকার জন্যই বছর তেরোর কিশোরকে খুন করল তাঁরই সমবয়সী বন্ধু। ইট দিয়ে থেঁতলে দিল মাথা। জেরায় দোষ কবুল করেছে অভিযুক্ত কিশোর। হাওড়ার লিলুয়ার ঘটনা। বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে নিঁখোজ হয়ে যায় ছোট্টু পাসোয়ান। গতকাল লিলুয়ার দাসপাড়ার একটি বাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তদন্তে নেমে ছোট্টুর ওই বন্ধুকে আটক করে পুলিস। ধৃত কিশোর  জানিয়েছে, IPL-এর বেটিং নিয়ে দুজনের বচসা হয়। ছোট্টুর থেকে আড়াইশ টাকা পেত ওই কিশোর। বৃহস্পতিবার বিকেলে ছোট্টুকে বাগানে ডেকে নিয়ে যায় সে। তার পর খুন করে।

আড়াইশ টাকার জন্যই কিশোরকে খুন করল তাঁরই সমবয়সী বন্ধু

ওয়েব ডেস্ক: আড়াইশ টাকার জন্যই বছর তেরোর কিশোরকে খুন করল তাঁরই সমবয়সী বন্ধু। ইট দিয়ে থেঁতলে দিল মাথা। জেরায় দোষ কবুল করেছে অভিযুক্ত কিশোর। হাওড়ার লিলুয়ার ঘটনা। বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে নিঁখোজ হয়ে যায় ছোট্টু পাসোয়ান। গতকাল লিলুয়ার দাসপাড়ার একটি বাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তদন্তে নেমে ছোট্টুর ওই বন্ধুকে আটক করে পুলিস। ধৃত কিশোর  জানিয়েছে, IPL-এর বেটিং নিয়ে দুজনের বচসা হয়। ছোট্টুর থেকে আড়াইশ টাকা পেত ওই কিশোর। বৃহস্পতিবার বিকেলে ছোট্টুকে বাগানে ডেকে নিয়ে যায় সে। তার পর খুন করে।

এ বছর দাদাসাহেব পুরস্কার পেলেন কে কে জানুন

Read More