Home> রাজ্য
Advertisement

Basanti Shocker: এক হাতে কাটারি, অন্যটায় বউদির কাটা মুন্ডু! নির্বিকারে হেঁটে থানায় যাচ্ছে দেওর, বীভত্‍স বাসন্তী...

Basanti Crime: পারিবারিক বচসায় দেওর ধারালো অস্ত্র দিয়ে বৌদির গলা কেটে মুন্ডু নিয়ে থানায় হাজির। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভরতগড় এলাকায়।

Basanti Shocker: এক হাতে কাটারি, অন্যটায় বউদির কাটা মুন্ডু! নির্বিকারে হেঁটে থানায় যাচ্ছে দেওর, বীভত্‍স বাসন্তী...

প্রসেনজিত্‍ সর্দার: বীভত্‍স বাসন্তী(Basanti)! পারিবারিক বচসার(Family Dispute) জেরে চণ্ডাল দেওর(Brother in law)। ধারালো অস্ত্র দিয়ে বউদির গলা কেটে খুন(Murder) করল দেওর। তারপর কাটা মুন্ডু নিয়ে নিজেই থানায় আত্মসমর্পণ করতে যায় অভিযুক্ত। ঘটনাটি ঘটে, বাসন্তী থানার ভরতগড় এলাকায়। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিস বাহিনী।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিমল মণ্ডল সম্পর্কে দেওর। নিহত বউদির নাম সতী মণ্ডল। ইতোমধ্য়েই বাসন্তী থানার পুলিস ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন:Kolkata Metro New Guideline: মেট্রোয় বড় ঘোষণা! কথা না শুনলেই কড়া পদক্ষেপ, হলুদ লাইন পেরোলেই...

ঘটনাটি ঠিক কী?
শনিবার সকালে প্রকাশ্যে রাস্তায় এক হাতে ধারালো অস্ত্র এবং অন্য হাতে বউদির কাটা মুন্ডু নিয়ে হেঁটে যায় অভিযুক্ত। ওই অবস্থা দেখে রীতিমত আঁতকে ওঠে স্থানীয়রা। তত্‍ক্ষণাত্‍ পুলিসকে খবর দেওয়া হয়। এমনকী অনেকেই ওই ভয়াবহ দৃশ্য দেখে নিজেদের বাড়ির দরজা-জানলা বন্ধ করে দেয়।

কেন এই নৃশংসতা?
জানা গিয়েছে, নিহত সতী মণ্ডলের স্বামী অনেক আগেই মারা গিয়েছেন। বাড়িতে তিনি একাই থাকতেন। এবং দেওরের সঙ্গে প্রায়শই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ লেগে থাকত। এদিন আম পাড়া নিয়ে বচসা হয়। সংঘাত চরমে উঠলে অভিযুক্ত নৃশংস কাণ্ড ঘটায়। 

আরও পড়ুন:Dilip Ghosh: 'বড় নেতারা না ডাকলে আমি...', অমিত সফরেও ব্রাত্য দিলীপ!

পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। তদন্তের প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া হবে।

প্রসঙ্গত, এপ্রিলে স্ত্রীকে বাঁটি দিয়ে মুন্ডু ছেদ করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্ত স্বামী। জানা যায়, জুয়া খেলার নেশায় ঋণের ভরাডুবি হয়ে পড়ে অভিযুক্ত স্বামী। যার ফলে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে। এই ঘটনা জেরে পরিবারের শুরু হয়ে ছিল অশান্তি। এই ঘটনায় চাঞ্চল্য শান্তিপুর থানার পুটোপুটি তলায়। ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর ধর থেকে মুন্ডু আলাদা করে থানায় আত্মসমর্পণ স্বামীর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More