Home> রাজ্য
Advertisement

Baduria Rape: বাপের বাড়িতে একা বৌদি, সকলের অলক্ষ্যে দেওরের 'হানা'; এরপর...

মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। রবিবার রাতে বাদুড়িয়া থানার পুলিস হায়দারপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। 

Baduria Rape: বাপের বাড়িতে একা বৌদি, সকলের অলক্ষ্যে দেওরের 'হানা'; এরপর...

নিজস্ব প্রতিবেদন: বৌদিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দেওর। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে। অভিযুক্ত দেওরকে বসিরহাট আদালতে তোলা হয়। বিচারক তিন দিনের পুলিসি হেপাজাতে রাখার নির্দেশ দেয়।

জানা গিয়েছে, ঘটনার সময় বাপের বাড়িতে একা ছিলেন নির্যাতিতা মহিলা। সেই সুযোগ নিয়ে, কাউকে কিছু না জানিয়ে, বৌদির বাপের বাড়িতে হাজির হয় যুবক। এরপর জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। 

রবিবার মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। রবিবার রাতে বাদুড়িয়া থানার পুলিস হায়দারপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার পুলিস বসিরহাট মহকুমা আদালতে আর্জি জানায় পুলিস। বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিসি হেফাজাতে পাঠায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More