Home> রাজ্য
Advertisement

Konnagar: আম পাড়ার শাস্তি! নির্মম মারে নাবালকের চোখের রেটিনা-মাথায় চরম ক্ষতি...

Konnagar: অন্য়ের গাছে আম পাড়তে গিয়েছিল। সেই অপরাধে ওই বাড়ির লোকজন কিশোরকে বেধড়ক মারধর করে। কিশোরের চোখে গুরুতর আঘাত। চোখ ও মাথায় ব্লাড ক্লট হয়ে রয়েছে। 

Konnagar: আম পাড়ার শাস্তি! নির্মম মারে নাবালকের চোখের রেটিনা-মাথায় চরম ক্ষতি...

বিধান সরকার ও অয়ন শর্মা: অন্যের গাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধরের অভিযোগ কোন্নগরে। আহত কিশোরের চোখের আঘাত গুরুতর। তাকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যেয় কোন্নগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে থাকা আম গাছে আম পাড়তে যায় দুই কিশোর। একজন পালিয়ে গেলেও সোমন ডোম(১৪) পালাতে পারেনি। তাকে ধরে বেধড়ক মারধর করা হয়। পুলিস কিশোরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।এখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতেই ছিল কিশোর। গতকাল চোখে অসহ্য যন্ত্রনা শুরু হলে কোন্নগর মাতৃ সদনে ভর্তি করা হয়। আজ তাকে আবার কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:Malda Incident: এক বউকেই চাই ২ ভাইয়ের! হয় 'স্বামী বদল'ও! তারপর কেলেঙ্কারি রক্তারক্তি কাণ্ড...

পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পাড়তে গিয়েছিল ওই কিশোর। সেই বাড়ির লোকজনই তাকে মারধর করেছে। তার সঙ্গে একজন টোটো চালকও ছিল।
যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে। কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেই না বলে দাবি। উত্তরপাড়া থানার পুলিস মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।

ইতোমধ্যেই জানা গিয়েছে, আহত নাবালকের ডান চোখে আঘাত। চোখ ও মাথায় ব্লাড ক্লট হয়ে রয়েছে। মাথায় ব্লাড ক্লট হয়ে রয়েছে। রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখের অস্ত্রোপচার করা হবে তার। রিজিওনাল ইনস্টিটিউট অফ opthalmology তে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:Child Death: স্কুলের পর কোথায় গেল ছেলে? জলাশয়ে ভেসে উঠল ৬ বছরের অনির্বাণের নিথর দেহ, হাহাকার...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More