নিজস্ব প্রতিবেদন: পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। বুধবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে সেবকের করোনেশন সেতু সংলগ্ন গণেশ ঝোড়া এলাকায়। সূত্রের খবর, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আরও একজন যাত্রী আহত অবস্থায় বাসেই আটকে রয়েছেন। তাঁকেও উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গিয়েছে, মালবাজার থেকে একটি ছোট্ট ট্যুরিস্ট বাস শিলিগুড়ি যাচ্ছিল। সেবকে করোনেশন সেতু সংলগ্ন গণেশ ঝোড়ার কাছে অন্য একটি গাড়িকে পাশ কাটানোর জায়গা করে দিতে গিয়ে, ,সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে চালক-সহ আরও একজন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যায় সেবক ফাঁড়ির পুলিস এবং উদ্ধারকারী দল। সকলকে উদ্ধারের চেষ্টা চলে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তবে অন্ধকারের কারণে উদ্ধারকার্যে বেগ পেতে হচ্ছে।