Home> রাজ্য
Advertisement

Sagar Dutta: সাগর দত্তে থ্রেট কালচার চলছেই! রিপোর্ট তলব হাইকোর্টের...

 শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের হুমকি দেয় বলে অভিযোগ।

Sagar Dutta: সাগর দত্তে থ্রেট কালচার চলছেই! রিপোর্ট তলব হাইকোর্টের...

অর্ণবাংশু নিয়োগী: সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচার অব্যাহত। জুনিয়র ডাক্তারদের হাতে লাগাতার হেনস্থা হতে হচ্ছে, তাদের হুমকি শুনতে হচ্ছে বলে সিনিয়র ডাক্তারদের দায়ের করা মামলায় মেডিক্যাল কলেজের রিপোর্ট তলব করলো হাইকোর্ট। 

বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ১৯ নভেম্বর এই রিপোর্ট তলব করেছেন। প্রসঙ্গত, থ্রেট বা হুমকি ইস্যুতে এর আগে দায়ের হাওয়া আরজি কর ও বর্ধমান মেডিক্যাল কলেজের মামলা দুটিও ওই দিন শুনানির কথা। মামলাকারী চিকিৎসক মনোজিত্‍ মুখার্জির আইনজীবী অভিযোগ করেন, আরজি করের ঘটনার পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাদের প্রতিবাদের সময়ে শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দেয়।

এমনকি ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ওই ডাক্তারি পড়ুয়ারা তাদের উপর হামলা চালায়। ঘর ভাংচুর চালায় বলেও অভিযোগ। বারংবার অ্যান্টি ragging কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন, Saltlake: স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না... সল্টলেকে বেপরোয়া বাসের রেষারেষিতে মৃত্যু একরত্তির!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More