Home> রাজ্য
Advertisement

Snake Bite: ঘরেই প্যান্ট পরছিলেন যুবক, আচমকা হাতে উপর ছোবল! কিছু বুঝে ওঠার আগেই....

Canning News: একে বর্ষার সময়, খাদ্যাভাবে সাপের উপদ্রপ বাড়ছে লোকালয়ে। উত্তরবঙ্গে যত্রতত্র সাপ দেখা দিচ্ছে। তেমনই এদিন ক্যানিংয়ের এক গ্রামে যুুবকে নিজের ঘরের মধ্যে কামড়ে ছিল সাপ। 

Snake Bite: ঘরেই প্যান্ট পরছিলেন যুবক, আচমকা হাতে উপর ছোবল! কিছু বুঝে ওঠার আগেই....

প্রসেনজিত্‍ সর্দার: ঘরের মধ্যে আলনা থেকে পরার জন্য প্যান্ট নিচ্ছিলেন যুবক। সেই সময় তার বাম হাতে কামড় দেয় একটি সাপ (Sanke)। তড়িঘড়ি সাপটি মেরে ফেলে সে। এরপর হাতের ক্ষতস্থানের উপর দু জায়গায় কষে বেঁধে দেয়। এমনকী তত্‍ক্ষণাত্‍ হন্তদন্ত হয়ে চিকিৎসার জন্য সাপ নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয় আক্রান্ত যুবক। এদিকে তার হাতের সাপ দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত নাগোরতলা গ্রামে। 

আরও পড়ুন, Mother accused throwing her son: মায়ের সঙ্গে বচসা! দুই কোলের সন্তান-সহ ছেলে-বউমাকে রাস্তায় বের করে দিল...তারপরেই...

জানা গিয়েছে, এদিন রাতে নাগোরতলা গ্রামের যুবক সত্যজিত রপ্তান আলনা থেকে প্যান্ট নিতেই তার বা হাতে কামড় দেয় একটি বিষহীন ঘরচিতি সাপ। সাপ মেরে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে হাজির হয় ওই যুবক। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, 'সাপ মেরে ফেলা অনুচিত। কারণ পরিবেশের ভারসাম্যের ক্ষতি হয়। ঘরচিতি বা ঘরগিন্নি সাপ বিষহীন। ঘরের মধ্যে ঢুকে পোকামাকড় এবং টিকটিকি খায়। আবার কালাচ সাপ ঘরচিতিকে খায়।'

তার আরও বক্তব্য, 'পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফলে বিষহীন সাপ হোক কিংবা বিষধর সাপ, মেরে ফেলা উচিৎ নয়। তাছাড়া সাপ ধরে কিংবা মেরে হাসপাতালে আনার প্রয়োজন নেই। প্রয়োজন নেই ক্ষতস্থানে বাঁধন দেওয়ার। কারণ বাঁধন দিলে রক্ত চলাচল বন্ধ হয়ে ক্ষতি হতে পারে। মনে রাখতে হবে সাপ কামড় দিলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী সরকারি হাসপাতালে যাওয়া জরুরি। সেখানে অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তাঁরা ক্ষতস্থান দেখে চিকিৎসা করবেন। একমাত্র সরকারি হাসপাতালেই মজুত রয়েছে সাপের প্রতিষেধক এভিএস। ফলে সচেতন হওয়া জরুরি।'

অন্যদিকে, উত্তরবঙ্গে পৃথক দুই জায়গা থেকে দুটি বিরাট অজগর উদ্ধার। মালবাজার মহকুমার দুটি জায়গা থেকে উদ্ধার হল দুটি বিশাল অজগর। প্রথমটি উদ্ধার হয় ক্রান্তি ব্লকের কৈলাশপুর চা বাগানে, যেখানে চা শ্রমিকেরা কাজের সময় ১০ ফুট লম্বা অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় সর্প প্রেমীদের চেষ্টায় উদ্ধার হয় সাপটি। এরপর বন দফতর সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।

অন্যদিকে নাগরাকাটার সুলতান শেখের বাড়ির উঠোনে দেখা মেলে আরও একটি অজগরের, যা উঠে পড়ে আমগাছে। স্থানীয় সর্পপ্রেমী সৈয়দ নিজাম বাবুন সাপটিকে নামিয়ে উদ্ধার করেন এবং রাতে জঙ্গলে ছেড়ে দেন। 

আরও পড়ুন, Baruipur: ফোন নয়, মাঠে ফিরুক পড়ুয়ারা! টানা তিন দিনের ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক চমক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More