Home> রাজ্য
Advertisement

চলতেই চলতেই বেরল ধোঁয়া, বিকট শব্দে ফেটে গেল আস্ত একটা গাড়ি!

বেশকিছু সময় ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে মানুষ ভিড় জমান বিষয়টি দেখার জন্য।

চলতেই চলতেই বেরল ধোঁয়া, বিকট শব্দে ফেটে গেল আস্ত একটা গাড়ি!

নিজস্ব প্রতিবেদন:  চলন্ত গাড়িতে বিস্ফোরণ। আতঙ্ক ছড়াল এগরায়।

এগরার সুপার স্পেশ্যালিটি  হসপিটাল রোডে একটি চলন্ত মারুতিতে হঠাৎ আগুন লেগে যাওয়ায়  চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়িটি পটাশপুর থেকে এগরার দিকেই যাচ্ছিল। আচমকাই ধোঁয়া বের হতে থাকে।  চালক গাড়িটি থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে সরে যান তিনিও।

আরও পড়ুন: কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নজিরবিহীনভাবে আত্মসমর্পণ ১ জঙ্গির

বেশকিছু সময় ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে মানুষ ভিড় জমান বিষয়টি দেখার জন্য। আচমকাই গাড়িটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। অনুমান, গাড়িটি গ্যাসে চালানো হচ্ছিল। সিলিন্ডার লিক হয়ে গ্যাস বের হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে। তবে কেউ হতাহত হননি।

Read More