নারায়ণ সিংহ রায়: বাংলাদেশ থেকে চোরাপথে এসেছিল সোনা। সেই সোনা কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের আগেই পাচারকারিদের গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। গোপন সুত্রের খবরের ভিত্তিতে কোচবিহারে টোলপ্লাজাতে হানা দেয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন-'যাদবপুরে আমি আবার যাব, দেখি ওরা কী করতে পারে', হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর!
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বণিক জানান, একটি সরকারি বাসে করে ২ ব্যাক্তি সোনা নিয়ে শিলিগুড়ি দিকে আসছে। সেই খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের একটি টিম টোলপ্লাজাতে নিদিষ্ট নম্বরের গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকে। গাড়ীটি টোল প্লাজা থেকে বেরতেই বাসটিতে তল্লাশি শুরু করে।
বাসে যাত্রী সেজে বসে থাকা কোচবিহারের তুফান গঞ্জের বাসিন্দা চন্দন পাল ও নদিয়ার রানাঘাটের বাসিন্দা লিটন ধরকে গ্রেফতার করেন গোয়েন্দারা। দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীদের কাছে তারা স্বীকার করে তার প্যান্টের টাউজারে গোপন পকেটে সোনা রয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ওই ২ জনের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ১১টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৬৫ হাজার ১৪০ টাকা। ধৃত দুজনকে শিলিগুড়ি স্পেশাল আদলতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)