ওয়েব ডেস্ক: জমি সংক্রান্ত বিবাদ মেটানোর জন্য সালিশি সভা। লক্ষ্য দুই পক্ষের বিবাদ মিটিয়ে দেওয়া। কিন্তু সেই বিবাদ মেটানোর সেই সভা চলাকালীনই দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম কমপক্ষে বাইশজন। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের শাঁড়াপুল পাখিপাড়ার ঘটনা। আহতদের বসিরহাট ও বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন বেআইনি মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিস
ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় বসেছে পুলিস পিকেট। জানা গেছে প্রতিবেশী ওবাদুল হক এবং রউফ গাজির মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সমস্যার সমাধানে গতরাতে বসে সালিশি সভা। তখনই শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিস।
আরও পড়ুন ১৪ মে আসছে দিন, পুরসভার ভোট দিন