ওয়েব ডেস্ক: চার দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। এই প্রথম পাহাড়ে মিরিক পুরসভা দখল করেছে তৃণমূল। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়েও পা রেখেছে জোড়া ফুল শিবির। পাহাড় সফরের প্রথম দিন মিরিক দিয়ে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সভা করবেন তিনি। এরপর দার্জিলিং। পাহাড়ের উন্নয়নে বেশি জোর দিতে এবার মন্ত্রিসভার বৈঠকও সেখানে হচ্ছে। ৮ জুন দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফরের সময় পাহাড়ে বাংলা ভাষা নিয়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে মোর্চার। প্রতি দিন বিকেলে ২ ঘণ্টা করে পাহাড়ে আলো নিভিয়ে রাখার আবেদন করা হয়েছে মোর্চার পক্ষ থেকে।