Home> রাজ্য
Advertisement

বড়দিনের ভিড়ে কোভিডেও উষ্ণ সান্দাকফু

বড়দিনের ভিড়ে কোভিডেও উষ্ণ সান্দাকফু


নিজস্ব প্রতিবেদন: বড়দিনের উৎসবের অনুষঙ্গে ভিড় জমেছে সান্দাকফুতে। পশ্চিমবঙ্গের সব চেয়ে উঁচু জায়গা দার্জিলিংয়ের এই সান্দাকফু। 
লকডাউনের পরে আস্তে আস্তে মানুষ ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন স্থানে। এর থেকে বাদ নেই সান্দাকফু। বাদ থাকবেই বা কেন? এমন অপূর্ব আবহাওয়ায় সান্দাকফু যেন আক্ষরিক অর্থেই ভূস্বর্গ। 

fallbacks

পরিষ্কার আকাশ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। মেঘ ঘুরে বেড়াচ্ছে হাতের কাছেই। যাঁরা ট্রেকিং করতে অভ্যস্ত তারা হেঁটেই পৌঁছচ্ছেন গন্তব্যে। যাঁরা আরামপ্রিয় তাঁরা ল্যান্ডরোভার করে মানেভঞ্জন থেকে পৌঁছে যাচ্ছেন ৩৬৩৬ মিটার অল্টিটিউডে। সকালের সূর্যের হাতছানি উঁচু কাঞ্চনজঙ্ঘায়। মুহূর্তের মধ্যেই তার রঙবদল। সবই যেন ম্যাজিক!

তবে ঠান্ডার প্রকোপও রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের বক্তব্য, বহুদিন লকডাউনের ঘরবন্দি দশা থেকে বেরিয়ে সান্দাকফুতে এসে যেন প্রাণ ফিরে পাচ্ছেন তাঁরা।

Also Read: কোভিডকে তোয়াক্কা না করেই চালিয়ে ব্যাটিং ক্রিসমাসের, উদ্বিগ্ন চিকিৎসকমহল

 

 

Read More