বিশ্বজিত মিত্র: কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার চাকদহর বিজেপি বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষের বাড়িতে সিআইডি।
বুধবার সকালে সিআইডির ৪ জনের একটি টিম বঙ্কিম চন্দ্র ঘোষের বাড়িতে আসে। এদিন বিজেপি বিধায়কের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করার কথা। তবে সূত্রের খবর বাড়িতে কেউ ছিলেন না। ঘণ্টা দেড়েক বঙ্কিম ঘোষের বাড়িতে ছিল সিআইডির ওই টিম।
অভিযোগ, বঙ্কিম চন্দ্র ঘোষ প্রভাব খাটিয়ে তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন। অন্যদিকে একই অভিযোগ বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। তিনি তাঁর মেয়ের চাকরি করে দিয়েছেন প্রভাব খাটিয়ে। দুজনের কাছেই নোটিস পাঠায় সিআইডি। দু'জনেই সেই নোটিস এড়িয়ে যান। তারপরেই এই জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য, কল্যাণী এইমসে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলে একটি মেল করা হয় খোদ অমিত শাহর কাছে। পরে মুর্শিদাবাদের এক ব্যক্তি কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন। তারপরেই এনিয়ে তদন্তে নামে সিআইডি।
আরও পড়ুন-Contai: বাতিস্তম্ভ-দুর্নীতি মামলায় গ্রেফতার কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার