Home> রাজ্য
Advertisement

দেওয়াল লিখন ঘিরে বচসা, কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ

দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসা। কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তালপুকুর গ্রামে। ৪ জন কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দেওয়াল লিখন ঘিরে বচসা, কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসা। কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তালপুকুর গ্রামে। ৪ জন কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ঘটনার সূত্রপাত বুধবার রাতে। হাসনাবাদের দলীয় কার্যালয়ে কয়েকজন কংগ্রেস কর্মী বসে ছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা 

গাঁটের কড়ি ফেলে জেড ক্যাটাগরির নেতা-মন্ত্রীদের ভোটপ্রচারের খরচ, জানাল কমিশন
দলীয় কার্যালয়ে হামলা চালায়। বিভিন্ন জিনিস ভাঙচুর করে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন কংগ্রেস কর্মীরা। তাঁদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে অন্যান্য কংগ্রেস কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে। 
যদিও অভিযোগ অস্বীকার করেছে  তৃণমূল। তাদের দাবি, ভোটের আগে এসব চক্রান্ত করা হচ্ছে। 

Read More