নিজস্ব প্রতিবেদন : ফের উত্তপ্ত দিনহাটা। 'গরু পাচার'-এর অভিযোগকে ঘিরে পেটলায় রাতভর দফায় দফায় সংঘর্ষ। বিজেপির পার্টি অফিস ভাঙচুর করল দুষ্কৃতীরা।
প্রসঙ্গত, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ ঘিরে অশান্তি চলছিল। অভিযোগ, এরই মধ্যে গতরাতে গরু ভর্তি গাড়ি আটকায় স্থানীয় কয়েকজন যুবক। টাকা চায় ওই যুবকের দল। এই নিয়ে ওই গরু মালিকের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়।
আরও পড়ুন, ভাটপাড়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করে শান্তির বার্তা দিলেন অপর্ণা সেনরা
স্থানীয় যুবকদের অভিযোগ, বৈধ কাগজ দেখাতে পারেননি গরু মালিক। 'গরু পাচার'-এর অভিযোগে এরপরই সেই অশান্তি বড় আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। পুলিসের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ।