Home> রাজ্য
Advertisement

Mamata Banerjee in Ghatal: নিশানায় কেন্দ্র! 'ঘাটালে ৭ কোটি টাকা খরচে পাম্প বসানো হবে', ঘোষণা মমতার

Mamata Banerjee in Ghatal: লাগাতার বৃষ্টিতে ফের বানভাসি ঘাটাল। সাংসদ দেবকে নিয়ে সঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। বললেন. 'ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের করার কথা ছিল, ওরা করেনি। আমরা দেড় হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান করেছি'।

Mamata Banerjee in Ghatal: নিশানায় কেন্দ্র! 'ঘাটালে ৭ কোটি টাকা খরচে পাম্প বসানো হবে', ঘোষণা মমতার

জি ২৪ জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবে হবে মাস্টার প্ল্য়ান? লাগাতার বৃষ্টিতে ফের বানভাসি ঘাটাল। হাঁটু জলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা,  'বর্ষার পরই ঘাটাল পুর এলাকায় ৭ কোটি টাকা খরচ পাম্প বসানো হবে'। 

আরও পড়ুন:   Mamata Banerjee: 'আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না...'

লাগাতার বৃষ্টিতে ফের নদীগুলিতে জল বাড়ছে। ডুবেছে ঘাটাল। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আজ, মঙ্গলবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সাংসদ দেবও। মুখ্য়মন্ত্রী বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের করার কথা ছিল, ওরা করেনি। আমরা দেড় হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান করেছি। এবার বাজেটে পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে। দাসপুরে হয়েছে, ঘাটালেও হচ্ছে। ঘাটাল পুরসভাকে টাকা দেওয়া হয়েছে। বর্ষার পরই ওরা কাজটা শুরু করবে। এবার বর্ষা আগে থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরসুম। চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে। একদিকে ডিভিসি ছাড়া জল, অন্যদিকে মাইথন, পাঞ্চেত, এগারো গুণ বেশি জল ছেড়েছে আরও। ঘাটাল পুর এলাকায় ৭ কোটি টাকার পাম্প বসানো হবে'।

আরও পড়ুন:  West Bengal Assembly Election 2026: ছাব্বিশের আগেই বিজেপিতে জোরদার 'মুষল পর্ব'! বেকায়দায় গেরুয়া শিবির... 'বড়সড়' ভাঙন?

এদিন যে ঘাটালে বন্য়া পরিস্থিতি দেখতে যাবেন, সেকথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুপুরে  হুগলির আরামবাগ, 'খানাকুল ঘুরে ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ঘাটালের এই জায়গায় নিচু জমি। এখানে অনেক কাজ হয়েছে। আমরা মাস্টার প্ল্যানের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করেছি। ওরা কিছু করেনি। আমরা কপালেশ্বর-কেলেঘাই প্রকল্প করেছি।  আমরা বলেছি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মানুষকে উচ্ছেদ না করে বিকল্প পথ বেছে নিতে হবে। তার জন্য সমীক্ষার কাজ শুরুও হয়েছে। নভেম্বরের মধ্যে ড্রেজিংয়ের কাজ শেষের চেষ্টা করছি। ২৫ কিলোমিটার নদীপথে ড্রেজিং করা হবে। ৭ কোটি টাকার পাম্প কেনা হচ্ছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More