Home> রাজ্য
Advertisement

Mamata Banerjee in Ghatal: পাশে প্রশাসন, বন্যায় নৌকায় চেপে হাসপাতালে! ঘাটালে সদ্য মা-শিশুদের সঙ্গে সাক্ষাত্‍ মমতার..

Mamata Banerjee in Ghatal:  সাংসদ দেবকে সঙ্গে নিয়ে ঘাটালে বন্য়া পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বললেন, বর্ষার পরই ঘাটাল পুর এলাকায় ৭ কোটি টাকা খরচ পাম্প বসানো হবে'। 

Mamata Banerjee in Ghatal: পাশে প্রশাসন, বন্যায় নৌকায় চেপে হাসপাতালে! ঘাটালে সদ্য মা-শিশুদের সঙ্গে সাক্ষাত্‍ মমতার..

চম্পক দত্ত: বন্য়ায় বিপর্যস্ত ঘাটাল। এলাকা পরিদর্শনে গিয়ে সদ্য় মা হওয়া বেশ কয়েক মহিলার সঙ্গেও দেখা করলেন মুখ্য়মন্ত্রী। সদ্যোজাতদের জন্য তাঁদের হাতে তুলেন উপহার।

আরও পড়ুন:  Mamata Banerjee: আরামবাগে বন্য়া দুর্গতদের, নিজের হাতে পরিবেশন করে খিচু়ড়ি খাওয়ালেন মমতা

চারিদিকে জল। বন্যায় তখন ডুবে গিয়েছে গোটা গ্রাম। জুলাই মাসে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের দন্দিপুর, নছিপুর-সহ আশেপাশে এলাকা বেশ কয়েক মহিলার প্রসববেদনা ওঠে। কিন্তু বন্য়ার কারণে বাড়িতেই থাকতে হচ্ছিল তাঁদের। খবর পেয়ে তত্‍পর হয় প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে নৌকা করে প্রসূতিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন আশাকর্মীরা। 

প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার কথা জানতেন মুখ্য়মন্ত্রী। সদ্য মা হওয়া সেইসব মহিলাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি নিজেই। ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় মেডিক্যাল ক্য়াম্পে ওই মহিলাদের  থাকার ব্যবস্থা করা হয়। আজ, মঙ্গলবার ঘাটালে পৌঁছে সোজা সেই মেডিক্যাল ক্যাম্পে যান মুখ্য়মন্ত্রী। সদ্য মা হওয়া মহিলা  ও তাঁদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন। সদ্যোজাদের কোল নিয়ে আদর করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। খুশি সকলেই।

এদিন হুগলির আরামবাগ, খানাকুল বন্য়া পরিস্থিতি পরিদর্শনের পর ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সাংসদ দেব। মুখ্যমন্ত্রী বলেন, বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের করার কথা ছিল, ওরা করেনি। আমরা দেড় হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান করেছি। এবার বাজেটে পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে'। সঙ্গে ঘোষণা, 'বর্ষার পরই ঘাটাল পুর এলাকায় ৭ কোটি টাকা খরচ পাম্প বসানো হবে'। 

আরও পড়ুন: Bengal Weather Updates: বাংলা জুড়েই মুষলধারে বৃষ্টির পূর্বাভাস! বুধে ভারী, বৃহস্পতিবার অতিভারী, উত্তরে ধসের সম্ভাবনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More