জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাংলায় কাজের অভাব নেই'। পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'যে কাজ ওরা বাইরে করে, সে কাজ ওরা এখানেও করতে পারে'।
আরও পড়ুন: Uttarpara School: একসময়ের গমগমে স্কুলে এখন অন্য ছবি, বড় পদক্ষেপ করল পুরসভা...
বোলপুরে মিছিলের এবার বীরভূমের ইলামবাজারে সভা। মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা যদি ফিরে আসতে চায়. ওদের গাড়ি ভাড়া আমরা দেব। ওরা যদি ফিরে আসতে চায়, রেশন কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায়, স্বাস্থ্যসাথী কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায়, কর্মশ্রী প্রকল্পে জবকার্ড করে দেব। তাঁদের ছেলেমেয়ে স্কুলে ভর্তি করে দেব'।
এর আগে, বোলপুরে সভা থেকে দিল্লি বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের মা ও শিশুর উপর পুলিসি নির্যাতনের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। ভিডিয়োও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর পাল্টা সাংবাদিক বৈঠক করে ওই ভিডিয়োটি ফেক বলে দাবি করেন খোদ দিল্লি পুলিসের ডিএসপি (পূর্ব) অভিষেক ধনিয়া।
এদিন ইলামবাজারে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা, ওদের কালকেই একটার একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বসেছিলাম। রেকর্ড চেক করুন। এবং ওদের হুমকি দেওয়া হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তারা ফিরে আসুক। কে সত্য বলছে, কে মিথ্যা বলছে প্রমাণিত হয়ে যাবে'। সঙ্গে বার্তা, 'প্রত্যেকে নতুন নাম তুলবেন ভোটার লিস্টে। ভোটার লিস্টে নাম তোলার নামে nrc চালু করার ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় আমরা একজন যেন ভোট লিস্টে নাম তুলতে বাদ না রাখি। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন। বিএলও-কে বলবেন, কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার। আমার নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। এটা আমরা সাংবিধানিক অধিকার'।
এদিকে ভিনরাজ্যে বাঙালি বিদ্বেষ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূলও। গুরুগ্রামে যাচ্ছে দলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে থাকছেন প্রতিমা মণ্ডল, বাপি হালদার, মমতাবালা ঠাকুর, প্রকাশচিক বরাইক, শর্মিলা সরকার। কবে? আজ, মঙ্গলবারই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)