Home> রাজ্য
Advertisement

Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু শেখের পরিবারের পাশে মমতা, স্ত্রীকে চাকরি, পরিবারকে ১০ লক্ষ টাকা

Pahalgam Terror Attack: ঝন্টু আলি সেখের দাদাও সেনাবাহিনীতে কর্মরত। সংবাদমাধ্য়মে বলেন, এই গ্রাম, এই দেশের বীর বাহাদুর সেনাকে হারাল। মনে রাখবেন ভারতীয় সেনা যতদিন রয়েছে ততদিন আপনারা নিশ্চিন্ত থাকুন

Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু শেখের পরিবারের পাশে মমতা, স্ত্রীকে চাকরি, পরিবারকে ১০ লক্ষ টাকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহলেগাঁওয়ের বৈসারনে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বাংলার তিন পর্যটক। এরা সবাই পরিবারকে নিয়ে গিয়েছিলেন ভূস্বর্গ দেখতে। এক মুহূর্তে সেই প্রকৃতিক সৌন্দর্য ফুঁড়ে বেরিয়ে এসে জঙ্গিরা যে তাদের সব গতি থামিয়ে দিয়েছিল। এমনটা ভাবতেই পারেনি মৃত ৩ জনের পরিবার। এর পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরপরই।

পহলেগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছিল সেনা। আর তা করতে গিয়েই উধমপুরের পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযানে নেমেছিলেন ভারতীয় সেনার প্যারা এসএফ ঝন্টু আলি শেখ। সেই অভিযানেই ঝাঁজরা হয়ে যায় নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝুন্টু শরীর। শনিবার তাঁর গ্রামের বাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়ে দেশের এই বীর সেনানীকে। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম ও আসপাশের এলাকা।

এদিকে, পহেলগাঁও নিহত ৩ বাঙালি পর্যটক ও উধমপুরে নিহত ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকটি পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে কথা হয়েছে ঝন্টু আলি শেখে স্ত্রীর সঙ্গে। ঝন্টু আলি সেখের পরিবারকে কেন্দ্র কী সাহায্য করবে বা কী সুবিধে তার পরিবার পাবে তা অন্য বিষয়। তবে মমতা ঘোষণা করেন বীর শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রীকে চাকরি দেবে রাজ্য সরকার। চার পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে নিহতের স্ত্রী পাবেন ৫ লক্ষ টাকা ও তাদের মা-বাবা ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ।

আরও পড়ুন-ধসে ফের বিপর্যস্ত নর্থ সিকিম! আটকে ১৪০০ পর্যটক, চলছে উদ্ধারকাজ...

ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ পারভিন ও তার দুই সন্তান তনভির ও রেহেনা থাকত আগ্রার সেনা ক্যান্টনমেন্টে। বাড়ির লোজজন প্রথম তাঁকে ঝন্টুর মৃত্যুর খবর দেননি। পরে সেই খবর দেওয়া হয়। তিনি দিল্লি হয়ে নদিয়ায় ফেরেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁকে ফোন করেছিলেন সংবাদমাধ্যমে তা তিনি জানান। পাশাপাশি এও বলেন, যে কোনও প্রয়োজনে তাঁকে ফোন করতে বলেছেন।

আরও পড়ুন- গুজরাতে ভিড় করেছে ১০০০ বাংলাদেশি, অনুপ্রবেশ কোন পথে?...

ঝন্টু আলি সেখের দাদাও সেনাবাহিনীতে কর্মরত। সুবেদার পদমর্যাদায় রয়েছেন বর্তমান কাশ্মীরে। সংবাদমাধ্য়মে তিনি বলেন, এই গ্রাম, এই দেশের বীর বাহাদুর সেনাকে হারাল। সেনা এর বদলা নেবে। আপনারা অপেক্ষা করুন। মনে রাখবেন ভারতীয় সেনা যতদিন রয়েছে ততদিন আপনারা নিশ্চিন্ত থাকুন। আগে দেশ তারপরে পরিবার। বদলা নেবে ভারতীয় সেনা।

ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিন সংবাদমাধ্যমে বলেন, আমরা মুসলিম। কিন্তু ওদের মনে বিদ্বেষ। ওদের পছন্দ করত না আমার স্বামী। বলত, ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের অনেক তফাত। আমার ছোট ছোট বাচ্চা আছে। ওই দেশটা থাকলে আরও অনেক বাচ্চা তাদের বাবাকে হারাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More