Home> রাজ্য
Advertisement

Mamata Banerjee: 'কেন্দ্রে ক্ষমতায় আছ, ভাবছ এজেন্সি দিয়ে খেলে যাবে! দামামা বাজিয়ে দেব', বোলপুরে বিস্ফোরক মমতা..

Mamata Banerjee: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে মিছিল করলেন বোলপুরে।

Mamata Banerjee: 'কেন্দ্রে ক্ষমতায় আছ, ভাবছ এজেন্সি দিয়ে খেলে যাবে! দামামা বাজিয়ে দেব', বোলপুরে বিস্ফোরক মমতা..

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পার না"! ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদের এবার পথে মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে মিছিল করলেন বোলপুরে। বললেন, যাঁরা ইংরেজি মাধ্যমেও পড়েন, নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না'। 

আরও পড়ুন:  TMC: ২৬-এর আগে শক্তি বাড়াল তৃণমূল! উত্তরবঙ্গে ঘর ওয়াপসি...

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কোনও ভাষার বিরুদ্ধে নই। কোনও হিন্দিভাষীকে বলেছি, বাংলা ছেড়ে চলে যাও। বলিনি। তাঁরাও আমার বন্ধু। যদি বাংলা বলার জন্য দিল্লিতে অত্যাচার হয়, রাজস্থানে অত্য়াচার হয়. উত্তরপ্রদেশে হয়, মধ্যপ্রদেশে হয়, গুজরাতে হয়, আপনাদেরও কি ভালো লাগে!আপনারাও আওয়াজ তুলুন, যদি আমাদের বাংলার দেড় কোটি  পরিযায়ী শ্রমিক কাজ করে, বাংলার বাইশ লাখ বাইরে করে, ওদের উপর অত্যাচার বন্ধ কর। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পার না'!

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'কালকের খবর এসেছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা গিয়ে বলা হয়েছে, একমাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসেছে, যে শিশুটিকে নিয়ে কালকে ট্যুইট করেছিলাম, কানে মেরেছে, কপালে মেরেছে, ৬ মাসের বাচ্চা।  পুলিস তাদের এই থানা থেকে ওই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে! যাতে পাত্তা পাওয়া না যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না। পুলিস তাদের এই থানা থেকে ওই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে! যাতে পাত্তা পাওয়া না যায়। তারপরে বলবে এটা ফেক'। 

বাঙালি হেনস্থায় কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'নির্বাচন কমিশন কে নিয়ে এসেছে। পায়ে জবা,গাদা, রজনী গন্ধা দিয়ে বলব ভালো থাকুন।  সরকারের হয়ে NRC খেলায় নেমেছে! দেড় কোটি রোহিঙ্গা কোথা থেকে এল?  ওরা থাকে মায়ানমারে। গুজরাতে থেকে বসে লিস্ট ঠিক করছে'। সঙ্গে হুঁশিয়ারি, 'জেনুইন ভোটারদের নাম বাদ দেবেন না। দামামা বাজিয়ে দেব। কেন্দ্রে ক্ষমতায় আছ। ভাবছ এজেন্সি দিয়ে খেলে যাবে! হবে নাকি খেলা? ধামসা মাদল? NRC আমি বেঁচে থাকতে করতে দেব না। যাবে নাকি সর্ব ধর্ম সমন্বয়ের লোকেরা বাড়ি বাড়ি সার্ভে করতে'?

আরও পড়ুন:  Deadly Python: পাশেই জঙ্গল, সেখান থেকেই কি খাবারের খোঁজে গ্রামে চলে আসে বিশাল পাইথনটি? আতঙ্কের আবহে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More