Home> রাজ্য
Advertisement

কয়লাকাণ্ডে নাম জড়াল ব্যবসায়ী সনুর, বরাকর-দুর্গাপুরে হানা CBI-এর

কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করেছেন ইডি

কয়লাকাণ্ডে নাম জড়াল ব্যবসায়ী সনুর, বরাকর-দুর্গাপুরে হানা CBI-এর

নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করেছেন ইডি। এদিকে, ওই মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, আজ আসানসোলের ব্যবসায়ী সনু আগরওয়ালের বাড়ি ও কারখানায় হানা দেয় সিবিআই। 

আরও পড়ুন-'কমিশনে নাক গলাচ্ছে,' শাহের বিরুদ্ধে কলকাতায় বসে চক্রান্তের অভিযোগে সরব Mamata

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের(CBI) নজরে রয়েছেন সনুও। অভিযোগ, সনু তার স্টিল কারখানার জন্য কয়লা পাচারকাণ্ডের কিং পিন লালার(Lala) কাছ থেকে কয়লা কিনতো। মঙ্গলবার বরাকরে সনুর বাড়িতে হানা দেয় সিবিআই। পাশাপাশি দুর্গাপুরে তারা কারখানাতেও হানা দেয় সিবিআইয়ের একটি দল।

আরও পড়ুন-একুশের ভোটে নদিয়া থেকে লড়ছেন মুকুল? শাহের তলবে রাতেই দিল্লি যাচ্ছে বঙ্গ ব্রিগেড

কয়লা পাচারে মূল অভিযুক্ত লালা যেমন উত্তরবঙ্গে তার কয়লা পাচার করতো তেমনি পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলেও তা বিক্রি করতো। লালার বিরুদ্ধে তদন্তে নেমেই সনুর সন্ধান পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।  তার পরেই সনুর ব্যবসায়িক গতিবিধির উপরে কড়া নজর রাখতে শুরু করে সিবিআই। তার জেরেই  এই অভিযান।  

Read More