Home> রাজ্য
Advertisement

পড়াশোনার চাপে আত্মঘাতী কলেজ ছাত্র

পড়াশোনার চাপে আত্মঘাতী কলেজ ছাত্র। এমনটাই অনুমান ছাত্রের বন্ধুদের। চুঁচুড়ার পিপুল্লাতি মোড়ের কাছে একটি ছাত্রাবাসের ঘটনা। শ্রীকান্ত দত্ত নামে ওই পড়ুয়া স্থানীয়  HETC  কলেজের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পড়াশোনার চাপে আত্মঘাতী কলেজ ছাত্র

নিজস্ব প্রতিবেদন: পড়াশোনার চাপে আত্মঘাতী কলেজ ছাত্র। এমনটাই অনুমান ছাত্রের বন্ধুদের। চুঁচুড়ার পিপুল্লাতি মোড়ের কাছে একটি ছাত্রাবাসের ঘটনা। শ্রীকান্ত দত্ত নামে ওই পড়ুয়া স্থানীয়  HETC  কলেজের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আরও পড়ুন : বন্ধুত্ব ফেঁদে কিডন্যাপ, দুই বন্ধুকে গোপন ডেরায় আটকে মুক্তিপণের দাবি

ছাত্রাবাসের তিনতলার ঘরে একাই থাকতেন বীরভূমের বাসিন্দা শ্রীকান্ত। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বন্ধুরা তাকে ডাকতে যায়। অনেকবার ডাকার পরেও সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিসে। পুলিস দরজা ভেঙে ঘর থেকে শ্রীকান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে। বন্ধুদের দাবি, পড়াশুনার চাপেই মানসিক অবসাদে ভুগছিল শ্রীকান্ত। অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

আরও পড়ুন : অস্ত্র ব্যবসায়ী মনতোষ দের বসিরহাটের ভাড়া বাড়িতে STF এর তল্লাসি

Read More