Home> রাজ্য
Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৮৯, কলকাতায় মৃত ৬

রাজ্যের অন্তত ৪ জেলা নিয়ে উদ্বেগ রয়েছে রাজ্য সরকারের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৮৯, কলকাতায় মৃত ৬

নিজস্ব প্রতিবেদন: গতকালের তুলনায় আজ রবিবার রাজ্যে কিছুটা কমলো করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৫৪ জন। রবিবার আক্রান্ত হলেন ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হল জনের ১২ জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবারও রাজ্যে মৃত্যু সংখ্যাটা একই ছিল।

আরও পড়ুন-বিশ্বের মাত্র ৪৩ জনের শরীরেই রয়েছে এই গ্রুপের রক্ত! রক্তদানেই বাঁচিয়ে রাখেন একেঅপরকে

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১,০৮৭ জন। এর মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৫৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,০৬০ জন করোনা রোগী। রোগী ছাড়া পাওয়ার হার ৪৫.৬৩ শতাংশ।  রবিবার পর্যন্ত রাজ্যে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৭৫।

স্যাম্পেল টেস্টের ওপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। রবিবার পর্যন্ত রাজ্যে কোভিড স্যাম্পল টেস্ট হয়েছে ৩,৩৩,৭৩৩টি। রাজ্যের ৪৫টি ল্যাবে কোভিড স্যাম্পেল টেস্ট হচ্ছে। করোনা রোগীদের চিকিত্সা করা হচ্ছে রাজ্যের ৬৯ হাসপাতালে।

আরও পড়ুন-ব্যোমকেশ, তোমার মৃত্যুর রহস্য জট কে খুলবে?

এদিকে, রাজ্যের অন্তত ৪ জেলা নিয়ে উদ্বেগ রয়েছে রাজ্য সরকারের। এগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি। রবিবার পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩৬৭২ জন, মৃত্যু হয়েছে ২৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬ জন। হাওড়ায় এখনও পর্যন্ত আক্রান্ত ১,৭২২ জন, মৃত্যু হয়েছে ৬১ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৫৬৩ জন, মৃত্যু হয়েছে ৭১ জনের। হুগলিতে আক্রান্ত ৬৯২, মৃত ১৪ জন।

Read More