Home> রাজ্য
Advertisement

রাজ্যে Covid সংক্রমণ চরমে, বন্ধ করে দেওয়া হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ

 ২৮ এপ্রিল বুধবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে মঠ। পরবর্তী পর্যায়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হলে ফের মঠ খুলে দেওয়া হবে। 

রাজ্যে Covid সংক্রমণ চরমে, বন্ধ করে দেওয়া হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ।

মঙ্গলবার কামারপুকুর(Kamarpukur) রামকৃষ্ণ মঠের(Ramkrishna Math) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরবর্তি নির্দেশিকা না দেওয়া পর্যন্ত ২৮ এপ্রিল থেকে বন্ধ থাকছে রামকৃষ্ণ মঠ।

আরও পড়ুন-অমানবিক! বাড়ির সামনে করোনা রোগীর মৃতদেহ ফেলে পালাল অ্যাম্বুলেন্স

এতদিন কোভিড বিধি(Covid Protocol) মেনেই নির্দিষ্ট সময়ে মঠে প্রবেশ করতে পারতেন ভক্তরা। কিন্তু এখন যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে ভক্ত সমাগমও ক্রমশই কমছে। মঠ এলাকা একেবারেই ফাঁকা। এলাকাতেও ছড়াচ্ছে সংক্রমণ। তাতে করে আতঙ্কিত সাধারণ মানুষও।

আরও পড়ুন-ভারতকে Oxygen Generator ,তরল অক্সিজেন, ভেন্টিলেটর প্রদান, ঘোষণা France এর

মঠের তরফে জানানো হয়েছে , ২৮ এপ্রিল বুধবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে মঠ। পরবর্তী পর্যায়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হলে ফের মঠ খুলে দেওয়া হবে। তবে ঠিক কত দিন বন্ধ থাকবে তা জানানো হয়নি। যতক্ষণ না পর্যন্ত ফের নোটিশ দেওয়া হয় ততদিন পর্যন্তই এই সিদ্ধান্তই  বহাল থাকবে বলে জানান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ।

Read More