Home> রাজ্য
Advertisement

Mal Child Trafficking: পেটের টানে মাত্র ৬০০ টাকায় একমাসের সন্তানকে বেচতে মরিয়া দম্পতি, জমল ভিড়

Mal Child Trafficking:  মালবাজার শহর লাগোয়া পাকা লাইন এলাকার বাসিন্দারা বলেন, সোমবার সকালে এক দম্পতি টোটো করে এসে এখানে এক মাসের একটি বাচ্চা বিক্রির ফন্দি করেছিল

Mal Child Trafficking: পেটের টানে মাত্র ৬০০ টাকায় একমাসের সন্তানকে বেচতে মরিয়া দম্পতি, জমল ভিড়

অরূপ বসাক: কখনো ৫০ হাজার, কখনো ১০ হাজার, কখনো ৬০০ টাকার বিনিময় কোলের এক মাসের ছেলেকে মালবাজার শহর লাগোয়া জায়গায় বিক্রি করতে এসে ধরা পড়ল এক দম্পতি। জানা গেছে, সোমবার সকালে ওই দম্পতি মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায় ওই শিশুকে বিক্রির জন্য নিয়ে যায়। জানাজানি হতেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ওই দম্পতি।

আরও পড়ুন-বোনকে খুন করায় পুলিস এল ধরতে, মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা

চা বাগান থেকে পালিয়ে ওই দম্পতি চলে আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে। তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসেন। সেখানকার মানুষদের জানান ওই দম্পতি বাচ্চা বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছে। ঘটনার খবর চাউর হতেই সেই দম্পতিকে ঘিরে ধরে দৈনন্দিন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে যে দম্পতির নাম রাজেশ মিশ্রা ও অনিতা ওঁরাও। যদিও অনিতা ওঁরাও এর আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে। রাজেশ মিশ্রা বানারহাটের কারবেলা বাগানের বাসিন্দা এবং অনিতা ওঁরাও বানাহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা। তাদের কথায় অনেক অসংগতি ধরা পড়ে। কখনো তারা বলেন বাচ্চার বয়স দুমাস, কখনো বলেন বাচ্চার বয়স ২২ দিন। কখনো বলেন তারা ডাক্তার দেখাতে মালবাজার শহরে এসেছিলেন। ক্যামেরার সামনে নির্দ্বিধায় বাচ্চা বিক্রির অভিযোগ স্বীকার করে নেন।

এ ব্যাপারে মালবাজার শহর লাগোয়া পাকা লাইন এলাকার বাসিন্দারা বলেন, সোমবার সকালে এক দম্পতি টোটো করে এসে এখানে এক মাসের একটি বাচ্চা বিক্রির ফন্দি করেছিল। তারা সেই বাচ্চার দাম ৫০ হাজার টাকা বলে দাবি করছিল। এলাকার মানুষজন এমন ঘটনা দেখে তাদেরকে সেখানে ঘিরে ধরে। বেগতিক দেখেই তারা সেখান থেকে পালায়।

মালবাজার স্টেশন রোডের ব্যবসায়ী সঞ্জয় বাসফোর বলেন, বেশ কিছুক্ষণ ধরে তারা এই এলাকায় ঘোরাঘুরি করছিল, আমরা পাকালাইন এলাকার মানুষদের অভিযোগ পেয়েই পুলিসকে খবর দেই । অন্য দিকে এক টোটো চালক শঙ্কর দাস বলেন, এই দম্পতি এই শিশুটিকে কখনো ৫০ হাজার, কখনো ১০ হাজার, কখনো ৬০০ টাকার বিনিময়ে বিক্রি করতে চাইছিল। তবে শেষমেষ পুলিসের জালে ধরা পড়ে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিস ।এরপর দ্বন্দ্ব বাধে কারা সেই এলাকা থেকে সেই দম্পতিকে আটক করে নিয়ে যাবেন, রেলওয়ে পুলিস না মালবাজার থানার পুলিস । বেশ কিছুক্ষণ চাপানউতরের পর শেষ পর্যন্ত মালথানার পুলিস তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালবাজার বাজার এলাকায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More