Home> রাজ্য
Advertisement

Nandigram: ষাঁড়ের গাড়ি আটকাতে দৌড়ল পুলিস! সেই গাড়িই পুলিসভ্যানকে ধাক্কা মেরে পিষে মারল...

Nandigram: রেয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিসের গাড়ির চালকের দেহ বের করে তমলুকের মর্গে নিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভের মুখে পড়ে পুলিস  

Nandigram: ষাঁড়ের গাড়ি আটকাতে দৌড়ল পুলিস! সেই গাড়িই পুলিসভ্যানকে ধাক্কা মেরে পিষে মারল...

কিরণ মান্না: ষাঁড় চুরি করতে এসেছিল পাচারকারীরা। আর তাতে বাধা দিতেই বদলে গেল পরিস্থিতি। পাচারকারীদের হামলায় প্রাণ গেল পুলিসের গাড়ির চালকের। আহত ২ পুলিসকর্মী। বৃহস্পতিবার ভোরে ওই ঘটনা ঘটে নন্দীগ্রামের রেয়াপাড়াতে। ঘটনার জেরে স্থানীয়দের রোষে পুলিস।

এদিন ভোরবেলায় একটি ছোট লরিকে দেখে সন্দেহ হয় টহলদারি পুলিসের। সন্দেহ হল একটি ষাঁড় চুরি করে পালাচ্ছে একদল পাচারকারী। তার পরেই ওই লরিটিকে আটকানোর চেষ্টা করে পুলিস। বুঝতে পেরেই পুলিসের ভ্যানের দিকে তেড়ে আসে লরিটি। এরপর বিপুল গতিতে পুলিস ভ্যানে ধাক্কা মেরে লরিটি পালিয়ে যায়।

আরও পড়ুন-শনি-মঙ্গলের অতি বিরল যোগে তৈরি 'ষড়ষ্টক রাজযোগে' সৌভাগ্যের চূড়ায় এই রাশির জাতকেরা, টাকার বন্যা বইবে...

পুলিস ভ্যানে প্রবল ধাক্কায় ঘটনাস্থলের মারা যান ভ্যানের চালক। আহত হন আরও ২ পুলিস কর্মী। ঘটনার বিষয়টি জানাজানি হতেই ছুটে আসে স্থানীয় মানুষজন। তারা এসে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, বারবার পুলিসকে পাচারের কথা বললেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন-নববর্ষের পরেই বিরাট সুখবর! SSC মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আগের রায় থেকে সরে এসে বলল...

এদিকে, রেয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিসের গাড়ির চালকের দেহ বের করে তমলুকের মর্গে নিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভের মুখে পড়ে পুলিস। দেহ নিয়ে যেতে পারল না পুলিস। বিক্ষোভকারীদের দাবি, ময়নাতদন্ত ভালো কোন হাসপাতালে করতে হবে। পুলিস জোরকরে দেহ নিয়ে যেতে চাইলে পুলিসের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। শেষপর্যন্ত দেহ ফের স্বাস্থ্যকেন্দ্রে ঢুকিয়ে রাখা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More