Home> রাজ্য
Advertisement

Malda: বিয়ের এক বছরের মাথায় ঘর ভাঙে মেয়ের! ডিভোর্সের বদলা নিতে জামাই ও বেয়াইকে কো*পা*ল বাবা...

Malda: শ্বশুরবাড়ির লোক হাতেনাতে ধরে ফেলে বউমার পরকীয়া। তারপর বিয়ের একবছরের মাথায় ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে মেয়ের বাবা জামাই এবং বেয়াইকে এলোপাথারি কোপ মারার অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই বেয়াইয়ের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

Malda: বিয়ের এক বছরের মাথায় ঘর ভাঙে মেয়ের! ডিভোর্সের বদলা নিতে জামাই ও বেয়াইকে কো*পা*ল বাবা...

রণজয় সিংহ: স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর। এমনকি বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবাকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলে মৃত্যু বাবার। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম বারোবিঘা এলাকায়।

আরও পড়ুন:Uttar Pradesh Shocker: ব্ল্যাকমেল, ভরা বাজারে অপমান! সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত ২৬-এর তরুণীর, হাতের তালুতে লেখা...

গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে। এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবার রাসিউল সেখ, তার এক আত্মীয় হাসনাত শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাজমুল শেখ (৫০)। আহতের নাম ফায়িম শেখ (২০)। তাদের বাড়ি বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। এদিন সন্ধ্যেবেলায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হারুগ্রাম বারোবিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতি তাদের ঘিরে ধরে। এরপরই হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে।

আরও পড়ুন:Pune: জিমে ব্যায়াম করার পর জল খাচ্ছিলেন! তারপর ঘুরে দাঁড়াতেই ধপ করে পড়তেই শেষ...

এই হামলার ঘটনার বিষয়টি আশপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই দুজনকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখের মৃত্যু হয়। মৃতের স্ত্রী মিনি বিবি বলেন, 'আমার ছেলে ফায়িমের এক বছর আগে বিয়ে হয়েছিল গ্রামেরই রাসিউল শেখের মেয়ের সঙ্গে। কিন্তু বউমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এটা আমরা হাতেনাতে ধরে নিয়েছিলাম। এরপরই ছেলের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। গ্রামে সালিশি সভা হয়ে মেয়ের পরিবারের বিরুদ্ধে পৌনে দুলক্ষ টাকা জরিমানা করা হয়। যদিও সেই টাকা ওরা দেয়নি। এদিন বদলা নিতে রাসিউল শেখ তার এক আত্মীয় হাসনাত শেখ ও তার দলবল হামলা চালিয়ে স্বামী এবং ছেলেকে খুনের চেষ্টা চালিয়েছে।' ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্বামীর। কালিয়াচক থানার পুলিস জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More