Home> রাজ্য
Advertisement

কর্নাটকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ যুবকের মৃতদেহ

শিলিগুড়ির নিখোজ যুবকের মৃতদেহ উদ্ধার হল কর্নাটক থেকে। শিলিগুড়ির তেলিপাড়ার বাসিন্দা পূর্বাংশু চক্রবর্ত্তীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। কর্নাটক পুলিশের পক্ষ থেকে পূর্বাংশুর মালিককে ফোন করে তাঁর মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয়েছে। তিনিই খবর দিয়েছেন পরিবারকে।

কর্নাটকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ির নিখোজ যুবকের মৃতদেহ উদ্ধার হল কর্নাটক থেকে। মৃত্যু ঘিরে তৈরী হয়েছে রহস্য।

স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করতেন শিলিগুড়ির তেলিপাড়ার বাসিন্দা পূর্বাংশু চক্রবর্ত্তী। গত মঙ্গলবার সকালে বাড়ী থেকে কাজের উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু সেদিন দুপুরে দোকানের মালিক ফোন করে জানায় যে পূর্বাংশু কাজে আসেননি। এরপর দু'দিন অপেক্ষা করে অবশেষে আশিগড় আউট পোষ্টে নিখোজ ডাইরি করে তাঁর পরিবার।

fallbacks

এরপর আজ বিকালে কর্নাটক পুলিশের পক্ষ থেকে পূর্বাংশুর মালিককে ফোন করে তাঁর মৃতদেহ উদ্ধারের খবর দেওয়া হয়। পুলিসের থেকে খবর পেয়েই দোকান মালিক পূর্বাংশুর পরিবারকে সমস্ত ঘটনার কথা জানায়। আশিগড় থানার পুলিশ মৃতদেহ শিলিগুড়িতে নিয়ে আসার জন্য ও মৃত্যু রহস্য উন্মোচনের উদ্দেশ্যে কর্নাটকে রওনা দেবে বলে জানা গিয়েছে।

Read More