Home> রাজ্য
Advertisement

Hooghly Shocker: খুনের মামলায় তৃণমূল নেতার মৃত্যুদণ্ড, ১৮ জনের যাবজ্জীবন, রায়ে খুশি হয়ে মিষ্টি বিলি দলেরই নেতার

Hooghly Shocker: ২০১১ সালে খুন হল ওই তৃণমূল নেতা। তার পর এতদিনে রায় বের হল। এতে সাজাপ্রাপ্ত অধিকাংশই তৃণমূল কর্মী

Hooghly Shocker: খুনের মামলায় তৃণমূল নেতার মৃত্যুদণ্ড, ১৮ জনের যাবজ্জীবন, রায়ে খুশি হয়ে মিষ্টি বিলি দলেরই নেতার

দিব্যেন্দু সরকার: খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা হল তৃণমূল নেতার। ওই মামলায় আসামী বাকী ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আরামবাগ আদালত। উল্লেখযোগ্য বিষয় হল ওই ১৮ জনের মধ্যে ১২ জনই তৃণমূলের কর্মী। আর ওই সাজা ঘোষণার পর মিষ্টি বিলি করে আনন্দে মাতলেন এলাকার তৃণমূল কর্মীরা। খুনের ঘটনাটি ঘটে হুগলীর গোঘাটে।

২০১১ সালে গোঘাটে গুলিতে খুন হন তৃণমূল নেতা নইমুদ্দিন। অভিযুক্তের তালিকায় ছিলেন তত্কালীন সিপিএম, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল নেতারা। এদের মধ্যে বলদেব পাল নামে এক তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আরামবাগ মহকুমা আদালত। পাশাপাশি ১৮ জনকে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন তৃণমূল কর্মী, ৬ জন বাম কর্মী। ৫ সিপিএম ও ২ তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

এদিকে, ওই তৃণমূল নেতা খুনের মামলার রায় ঘোষণার পর এলাকায় মিষ্টি বিলি করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা সেখ সাকিম ও তার অনুগামীদের। রীতিমতো দলের পতাকা নিয়ে স্লোগান তুলে নিজেদের মধ্যে ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন তারা। মিষ্টিমুখের ঘটনা সামনে আসতেই তীব্র কটাক্ষ শুরু করেছে বিজেপি ও সিপিএম।

আরও পড়ুন-ধারাল অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী, ঘটনা শুনে হাড়হিম অন্য ঘরনীর...

আরও পড়ুন-‘অ্যাক্সিয়ম–৪' মিশনে আজই মহাকাশে ভারতের শুভ্রাংশু শুক্লা! কে এই অফিসার? চিনে নিন...

ওই মিষ্টিমুখ করানোর ঘটনা নিয়ে তৃণমূল নেতা সেখ সাকিম বলেন, আমরা তৃণমূল করি। এমন রায়ের পর সবাই মিষ্টিমুখ করলাম। সবাই জানেন, আরামবাগ আদালত একটা রায় দিয়েছে আজ। সেই রায়ে আমরা খুব খুশি। ২০১১ সালে আমাদের নেতা নইমুদ্দিনকে দিনের বেলা সিপিএমের হার্মাদরা গুলি করে খুন করেছিল। এনিয়ে ওর পরিবার গোঘাট থানায় মামলা করে। মামলায় ৩০ জনকে আসামী করা হয়। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আজ আদালতের রায়ে এক জনের ফাঁসির সাজা হয়েছে। ১৮ জনের যাবজ্জীবন হয়েছে। আমাদের তৃণমূল একটা পরিবার। নিহতের পরিবারের লোকজন ও আমরা বিচার পেয়েছি মহামান্য় আদালতের কাছে। এই রায়ে আমরা খুব খুশি। তাই মিষ্টি বিলি করলাম। এছাড়াও পুড়শুড়া বিধানসভা এলাকায় যারা সেই সময়ে সিপিএমের হার্মাদের হাতে খুন হয়েছেনা তাদেরও বিচার আমরা চাইছি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More