Home> রাজ্য
Advertisement

West Bengal Weather Update: দক্ষিণ আন্দামান সাগরে চক্রবৎ ঘূর্ণাবর্ত! নিম্নচাপ ও বৃষ্টির প্রবল সম্ভাবনা...

Weather Update: ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও হুগলী মুর্শিদাবাদ জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

West Bengal Weather Update: দক্ষিণ আন্দামান সাগরে চক্রবৎ ঘূর্ণাবর্ত! নিম্নচাপ ও বৃষ্টির প্রবল সম্ভাবনা...

অয়ন ঘোষাল: দক্ষিণ আন্দামান সাগরে চক্রবৎ ঘূর্ণাবর্ত। আগামী কাল যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভবনা। এর জেরে বৃষ্টি পাবে বাংলা। আজ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। কোনো কোনো জেলায় গতকাল রাতেই বৃষ্টি হয়েছে।  দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত। রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জলোচ্ছ্বাস হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সমুদ্র উত্তাল হবে। ৩৫-৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস সমুদ্রে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। 

আরও পড়ুন:কবরস্থানে উদ্দাম য‍ৌনতা! আদরের মাদকে সমাধিস্থল হল বিছানা, বক্ষবিভাজিকায় তখন শুধুই...

বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির পরিমান বেশি হওয়ার সম্ভাবনা বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া মুর্শিদাবাদ জেলাতে। আজ থেকে বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।‌ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।‌ 

ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও হুগলী মুর্শিদাবাদ জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

 দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কিছু অংশে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। আজ সোমবার ও কাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে গুপ্ত আলোচনায় ইজরায়েল! হামাস-নিধনের অজুহাতে গাজা-দখল?

আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সকালে আংশিক মেঘলা এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৃষ্টির জেরে কিছুটা কমতে পারে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি চূড়ান্ত পর্যায়ে যাবে আজ দুপুরের দিকে। আজ সোমবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

কাল রাতের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More