ওয়েব ডেস্ক: চতুর্থীতেই জমজমাট ফেস্টিভ মুড। উত্তর থেকে দক্ষিণ মেতেছে পুজোয়। উত্সবে-আনন্দে সরগরম ডায়মন্ডহারবার।
পূর্ব মেদিনীপুরের বিগ বাজেট পুজোরগুলোর অন্যতম কোলাঘাট ক্রিকেট ক্লাব। এবারের থিম কেরলের নৌকা স্রোত। নয় নয় করে ৪৩ বছরে পা দিল এই পুজো। পুজোর পাশাপাশি চারদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। প্রসাদ বিতরণ করা হয় গোটা এলাকায়..
সৃষ্টি থেকে দৃষ্টি। অভিনব থিমে পুজো করছে কাঁথির নান্দনিক ক্লাব। জেলার পুজো গুলোর মধ্যে অন্যতম নজরকাড়া এই পুজো। এবছর ২৭ বছরে পা দিল এই পুজো। উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ নবমীর কুমারি পুজো। দুঃস্থদের বস্ত্র বিতরণও করা হয়।