কিরণ মান্না: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ভয়ংকর ঘটনা। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে প্রতারণা চক্র। গ্রেফতার দুই। অভিযোগ, দীঘার জগন্নাথ মন্দিরে সিকিউরিটি গার্ডের চাকরি পাইয়ে দেওয়ার নামে চলছিল প্রতারণা চক্র। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। সেই অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিস।
ধৃতদের নাম স্নেহাশিষ কুমার ও সুরজিৎ বেরা। ধৃত স্নেহাশিষ কুমার এগরা থানা এলাকার বাসিন্দা। ধৃত সুরজিৎ বেরা রামনগর থানার বড়রংকুয়া গ্রামের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই দু’জন মন্দিরের নিরাপত্তার কাজে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করছিল।অভিযোগ জমা পড়তেই পুলিস তদন্তে নামে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
ধৃতদের কাঁথি আদালতে পেশ করে পুলিস। আদালতে পুলিস হেফাজতের আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন, Amartya Sen: বাঙালিদের উপর অত্যাচার ইস্যুতে সরব অমর্ত্য সেন! কড়া কথায় বললেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)