কিরণ মান্না: ২৭ জুন দীঘা জগন্নাথমন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। আর সেই উপলক্ষে শহরে উৎসবের আমেজ। ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রথযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ সুসজ্জিত করা হয়েছে। আগামীকাল ২৬ জুন সকাল ৬টায় পট খোলার মধ্য দিয়ে শুরু হবে নেত্র উৎসব। এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রথ গড়াবে প্রায় এক কিলোমিটার
মন্দির কমিটির সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, দীঘার মূল রাস্তাতেই রথ গড়াবে প্রায় এক কিলোমিটার। বাঁকা পথের অসুবিধা এড়াতেই এই সিদ্ধান্ত। রথ টানার জন্য বিশেষ রশি প্রস্তুত রাখা হয়েছে। সকল ধর্মাবলম্বী মানুষই এই রশি ধরে রথ টানতে পারবেন, এমনই পরিকল্পনা করেছেন মন্দির কর্তৃপক্ষ।
'পান্ডু বিজয়'
২৭ জুন সকাল ১০টা নাগাদ হবে 'পান্ডু বিজয়', তখনই রথে বসবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। এরপর আবহাওয়ার পরিস্থিতি বিচার করে বিকেলে শুরু হবে রথযাত্রা। মাসির বাড়ির মূল গেট পর্যন্ত রথ নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় দফার 'পান্ডু বিজয়ে'র পর দেবতাগণ প্রবেশ করবেন মাসির বাড়িতে।
রথেই 'স্বর্ণবেশ'
২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মাসির বাড়িতেই অবস্থান করবেন ভগবান। তারপর ৫ জুলাই ফিরে আসবেন মন্দিরের সামনে। কিন্তু পুরীর রীতি অনুযায়ী, তখনও মন্দিরে প্রবেশ করবেন না। ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত রথেই থাকবেন এবং সেই রথেই 'স্বর্ণবেশ' অর্পণ করা হবে। দর্শনার্থীরা রথেই দেবতাদের দর্শন করতে পারবেন। অবশেষে ৮ জুলাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রবেশ করবেন মন্দিরে।
এই রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্দির এলাকা ও রথযাত্রার রুটে নজরদারিতে থাকবেন প্রচুর সংখ্যক পুলিসকর্মী। পর্যটকদের সুবিধার্থে থাকবে বিশেষ ট্রাফিক ও স্বাস্থ্য পরিষেবা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)