Home> রাজ্য
Advertisement

Dilip Ghosh: সস্ত্রীক জগন্নাথমন্দির দর্শনে এসে বিচিত্র মন্তব্য দিলীপ ঘোষের! মমতার প্রসঙ্গ উঠতেই স্তম্ভিত করে দিয়ে বললেন...

Dilip Ghosh at Durgapur Jagannath Temple: আজ সস্ত্রীক দিলীপ ঘোষ দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান-সংলগ্ন জগন্নাথমন্দির দর্শনে আসেন। স্নানও করান জগন্নাথদেবকে। সেখানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে নানা কথা বলেন তাঁরা।

Dilip Ghosh: সস্ত্রীক জগন্নাথমন্দির দর্শনে এসে বিচিত্র মন্তব্য দিলীপ ঘোষের! মমতার প্রসঙ্গ উঠতেই স্তম্ভিত করে দিয়ে বললেন...

চিত্তরঞ্জন দাস: দিলীপ ঘোষ (Dilip Ghosh) মানেই খবর, দিলীপ ঘোষ সাড়া ফেলে দেওয়া। দিলীপ ঘোষ মানেই তর্ক-বিতর্কের গন্ধও কি? অন্তত তেমনই মন রাজনৈতিক মহলের একাংশের। সম্প্রতি দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথমন্দির (Digha Jagannath Temple) দর্শন নিয়ে বহু জল ঘোলা হয়েছে। 

দিলীপ উবাচ

দিলীপ ঘোষকে নিয়ে কারোর-কারোর অসুবিধা থাকতে পারে, কিন্তু দিলীপ ঘোষের যতই সমালোচনা হোক, তিনি তাঁর নিজের স্টাইলেই চলবেন। সস্ত্রীক শিল্পাঞ্চল দুর্গাপুরের জগন্নাথমন্দিরে দর্শনে এসে মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। তিনি যোগ করেন, দল কিছু করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়েছে, আমার কোনো সমস্যা নেই, দুর্গাপুরে জগন্নাথমন্দির দর্শনে এসে মন্তব্য দিলীপের।

আরও পড়ুন: Deadliest Nuclear Bomb Death Toll: দুঃসহ পরমাণু বিস্ফোরণ! দু'দেশের সংঘাতে রক্তস্রোতের যবনিকা! পরপর দুটি মারণ আঘাতে মুহূর্তে শ্মশান গোটা দেশ...

আরও পড়ুন: Meghalaya Missing Couple: সোনমের সিগন্যালে ভয়ংকর ধারাল অস্ত্র নিয়ে বিশাল ঝাঁপিয়ে পড়ে রাজার উপর! হানিমুন-মার্ডারের বীভৎস কয়েক ঘণ্টা...

জগন্নাথকে স্নান

আজ, বুধবার স্নানযাত্রা। এদিন সস্ত্রীক দিলীপ ঘোষ দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান সংলগ্ন জগন্নাথমন্দির দর্শনে আসেন। শুধু তাই নয়, স্নানও করান জগন্নাথদেবকে।

'দিলীপ নিজের স্টাইলেই চলবে'

এর পরই সাংবাদিকেরা ছেঁকে ধরেন তাঁকে। সাংবাদিকেরা নানা প্রশ্ন ছুঁড়ে দেন তাঁর দিকে। দিলীপ ঘোষ বলেন, 'কোনো বিতর্ক নেই, কারোর কারোর অসুবিধে হচ্ছে, তাঁরা দীঘায় জগন্নাথমন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরি করছেন, যত বিতর্কই হোক, দিলীপ ঘোষ নিজের স্টাইলেই চলবে।' কথা বলেন দিলীপ-স্ত্রী রিঙ্কু মজুমদারও। তিনি বলেন, 'সমালোচনা ও বিতর্ক-- দুইই হয়েছে তাঁর স্বামীকে নিয়ে, কিন্তু তাঁর স্বামী কোনো ভুল করতেই পারেন না।'

মমতায় মুগ্ধ

দিলীপ ঘোষের দীঘা যাওয়ার প্রসঙ্গ ওঠে। কথাপ্রসঙ্গে দম্পতি বলেন, দীঘায় মুখ্যমন্ত্রীর আপ্যায়নে তাঁরা মুগ্ধ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More